West Bengal BJP : পাহাড়ে আরও বিপাকে BJP? ভোটের মুখে তৃণমূলকে সমর্থন দীর্ঘদিন পুরনো ২ সহযোগী সংগঠনের – nagesia kisan rajbanshi parishad kamta rajbanshi parishad announce that they will support tmc not bjp in this lok sabha election


২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখলে স্পষ্ট যে উত্তরবঙ্গ কার্যত ‘ভরিয়ে দিয়েছিল’ BJP-কে। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার জন্য ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। কিন্তু, দার্জিলিঙে নির্দল কাঁটায় ‘বিদ্ধ’ BJP? এই নিয়ে চর্চার মধ্যে ফের একবার আলোচনায় দার্জিলিং লোকসভা কেন্দ্রে। জোরকদমে পাহাড় ও সমতলে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা।কিন্তু, এরই মধ্যে BJP-কে সমর্থন না করার কথা জানিয়ে দিল কামতা রাজবংশী পরিষদ। অন্যদিকে, এর আগে লোকসভা নির্বাচনে BJP-কে সমর্থন করেছিল নাগেসিয়া কিষান আদিবাসী সমাজ। যদিও এবার তৃণমূলের পাশেই এই সংগঠনও রয়েছে বলে জানান কর্মকর্তারা। শুক্রবার শিলিগুড়িতে দুই সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। দুই সংগঠনের অভিযোগ, BJP সাংসদ এতগুলো বছরে কিছুই করেননি। কিন্তু, রাজ্য সরকার বিভিন্ন সমস্যার সমাধান করেছে। যে কারণে লোকসভা নির্বাচনে এই বছর তৃণমূল প্রার্থীকেই সমর্থন করবেন তাঁরা।

এদিন কামতা রাজবংশী পরিষদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, দার্জিলিঙে তৃণমূলের প্রার্থী গোপাল লামাকে তাঁরা সমর্থন করবেন। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য নেতৃত্বদের সঙ্গে তাঁদের বৈঠকও হয়েছে। সংগঠনের সভাপতি রাহুল বর্মণ বলেন, ‘রাজবংশীদের উন্নয়নের জন্য যাবতীয় কাজ রাজ্য সরকার করছে। অনেক দাবি দাওয়া পূরণ করেছে। আগামীতেও তৃণমূল উন্নয়ন করবে বলে আমরা আশাবাদী।’ ইতিমধ্যেই তাঁরা তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শুরু করে দিয়েছেন।

পাশাপাশি বেশ কিছু দাবির কথাও জানান সংগঠনের সদস্যরা। যেমন এসটি সার্টিফিকেট সরলীকরণ, শিক্ষায় সুযোগ সুবিধা প্রদান, রাজবংশী সংগঠনগুলির জন্য একটি ভবন তৈরি।

অন্যদিকে, এদিন নাগেসিয়া কিষান আদিবাসী সমাজ সাংবাদিক বৈঠক করে জানান, গত তিনটি লোকসভায় তাঁরা দার্জিলিঙে BJP-কে সমর্থন করেছে। কিন্তু, কোনও রকম উন্নয়ন কিংবা নাগেসিয়া সম্প্রদায়ের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। যে কারণে এই বছর সংগঠনের তরফে তৃণমূলের হয়ে প্রচার চালানো হবে বলে জানান সংগঠনের আহ্বায়ক সুশীল নাগেসিয়া।

Majnu Laskar ISF Candidate : ‘সমঝোতা’ ভেঙে ডায়মন্ড হারবারে ISF প্রার্থী মজনু, কে বড় প্রতিপক্ষ? মুখ খুললেন প্রার্থী

এদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি দাবি করেছিলেন, দলের কাছে ‘ভূমিপুত্র’-কে প্রার্থী করার আবেদন করা হলেও তা হয়নি। আর তাই তাঁর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই পাহাড়ের আবহাওয়া শীতল হলেও তপ্ত হচ্ছে সেখানকার রাজনীতি। তবে BJP প্রার্থীকে সমর্থন করার কথা জানিয়েছেন বিমল গুরুং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *