Abhishek Banerjee : অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ, ‘কিছুই পায়নি’, দাবি তৃণমূলের – abhishek banerjee protest for income tax raid in his helicopter


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য নির্ধারিত হেলিকপ্টারে তল্লাশি চালাল আয়কর বিভাগ বলে তৃণমূল সূত্রে খবর। । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদেরও তল্লাশি করা হয়। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, হলদিয়া সফরের একদিন আগে বেহালা ফ্লাইং ক্লাব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাড়া নেওয়া একটি হেলিকপ্টারের ট্রায়াল রান হচ্ছিল। তৃণমূলের দাবি, সেই সময়, আয়কর কর্মকর্তাদের একটি দল অভিযান চালায়। সেখানে তাঁর হেলিকপ্টার তল্লাশি করে। তাঁর নিরাপত্তা কর্মীদের প্রতিটি ব্যাগ খুলে তল্লাশি করা হয়। হেলিকপ্টারের প্রতিটি কোণে তল্লাশি চালানো হয়। তব আয়কর দফতরের কর্মকর্তারা কিছু খুঁজে পাননি বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি বলে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে। এমনকি, আইটি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে বলেও জানা গিয়েছে।

Abhishek Banerjee : ‘নিশীথ প্রামাণিক জিতলে কোচবিহারের মাছ খাওয়া বন্ধ!’ তোপ অভিষেকের

বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, NIA তাঁদের DG এবং SP-কে অপসারণ করার পরিবর্তে কমিশন এবং বিজেপি আজ আমার হেলিকপ্টার এবং নিরাপত্তা কর্মীদের তল্লাশি করতে একটি টিম পাঠিয়েছিল। যদিও তল্লাশি চালানোর পরেও কিছু পাননি তাঁরা। তিনি বলেন, ‘জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারে কিন্তু বাংলার প্রতিরোধের শক্তি কখনই দুর্বল হবে না।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশির পর বিষয়টি নিয়ে চূড়ান্ত প্রতিবাদ শুরু করেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘যেভাবে আয়কর দফতরের কর্তারা আচমকা হল্লার রাজার মতো এসে তল্লাশি করেছে। কেন তল্লাশি করেছে বলতে পারেনি।’ তাঁর কথায়, নিরাপত্তারক্ষীরা জানতে চেয়েছিলেন, কেন তল্লাশি চালানো হচ্ছে? কিছুই বলতে পারেনি তাঁরা বলে দাবি কুণালের। সমস্ত কিছু তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। কুণালের প্রশ্ন, ‘এসব কী হচ্ছে?’

‘ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন’, ক্ষোভ প্রকাশ অভিষেকের
বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেন, ‘মোদী এবং শাহ এখন নির্লজ্জভাবে আয়কর বিভাগ ব্যবহার করে একজন প্রার্থীকে ভোটের মাত্র ৫ দিন আগে অবাধে প্রচার করা থেকে বিরত রাখতে চেষ্টা করছে।’ তাঁর কথায়, নির্বাচন কমিশন বরাবরের মতো, যে ব্যক্তি তাঁদের বেছে নিয়েছেন এবং ব্যক্তিগতভাবে নিয়োগ দিয়েছেন, তাঁদেরকে সেবা দিচ্ছেন এবং চোখ বন্ধ করে রেখেছেন। যদিও বিষয়টি নিয়ে আয়কর দফতরের তরফে এখনও কিছু অফিসিয়ালি জানানো হয়নি। কেন আয়কর দফতরের আধিকারিকরা হেলিকপ্টারে তল্লাশি চালালেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *