টার্গেট জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের আসনগুলি। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সভায় বিজেপিকে একটা ভোট না দেওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘নিজেকে বাঁচাতে হলে বিজেপিকে একটাও ভোট না’ দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম দফা ভোটের আগে প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও প্রথমে ময়নাগুড়িতে জনসভা করেন তিনি। সেখানেই বিজেপিকে উৎখাত করার ডাক মমতার। সভায় তিনি বলেন, ‘নিজেকে বাঁচাতে হলে একটাও ভোট বিজেপিকে দেবেন না।’ যদি বাঁচতে হয়, যদি দেশরক্ষা করতে হয়, একটু ভোট বিজেপিকে নয়। এদিনের মঞ্চ থেকে যুব সমাজের উদ্দেশে তাঁর বার্তা, ‘ইয়ং জেনারেশনের কাছে আমি আবেদন রাখছি, বিজেপি দেশটাকে বিক্রি করে দেবে। দেশটাকে আপনারা বাঁচান।’

Mamata Banerjee : ‘আপনি কী খাবেন বলে দেবে এক দেশ এক নায়ক’, তোপ মমতার

গোটা বক্তৃতায় বিজেপিকে তুলোধোনা করতে ছাড়েননি। কেন্দ্রের আর্থিক বঞ্চনা থেকে মিথ্যা প্রচার, নানা বিষয় উঠে আসে তাঁর বক্তৃতায়। দুদিন আগেই চালসায় জনসংযোগে বেরিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় স্থানীয় কয়েকজন তাঁকে দেখে চোর চোর স্লোগান দেন বলে অভিযোগ। সেই বিষয় নিয়েও চূড়ান্ত সমালোচনা করেন তিনি।

মমতা বলেন, ‘মানুষ আমার সঙ্গে আছেন। ওদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি। ভোট না থাকলেও আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওঁরা সভায় বলেন বেছে বেছে জেলে পাঠাবেন। উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি এসব বলব না।’

‘কাজ আমরা করছি, BJP জিতল, কী দিয়েছে ওঁরা?’ উত্তরবঙ্গের প্রচারে আবেগপ্রবণ মমতা
জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এদিন সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চ মাসের শেষে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার ব্যাপারে আজকের সভা থেকেও আশ্বাস দেন তিনি। প্রথম কিস্তিতে যাঁদের বাড়ি পুরোপুরি নষ্ট হয়েছে তাঁদের ৬০ হাজার টাকা, পরবর্তী কিস্তিতে আরও ৬০ হাজার টাকা দেওয়ার কথা জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *