BJP West Bengal : ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষ, রাজ্য সভাপতিকে চিঠি জেলা নেতৃত্বের – bjp workers protest for diamond harbour candidate against abhishek banerjee


একদম শেষে রাজ্যের লোকসভা নির্বাচনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করে বিজেপি। বিজেপির তরফে অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ জল্পনার পর ভূমিপুত্র অভিজিৎ দাসের নামেই সিলমোহর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার প্রার্থী বদল করার দাবি তুলে ক্ষোভ জেলা বিজেপি নেতৃত্বের অভ্যন্তরে।বুধবার বিধাননগর বিজেপির রাজ্য দফতরে হাজির হন ডায়মন্ড হারবারের এক দল বিজেপি নেতা, কর্মী। সেখানে তাঁরা ডায়মন্ড হারবারের প্রার্থী বদল করার আবেদন জানিয়ে একটি চিঠি দেন। এমনকি, বিজেপি দফতরের বাইরে এক প্রস্থ বিক্ষোভ দেখান তাঁরা। নিজেদের প্রার্থী বদলের দাবি চিঠি আকারে লিখে সেখানে জমা দেন তাঁরা।

বজবজ বিধানসভার ৫ নম্বর মণ্ডল সভাপতি, সাতগাছিয়া বিধানসভার কনভেনার তপন ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব এদিন বিজেপির দফতরে হাজির হয়েছিলেন। সেখানে ৫ নম্বর মণ্ডল সভাপতি পৃথা দাসের প্যাডে লেখা একটি চিঠি জমা দেওয়া হয়। চিঠিতে লেখা হয়, ‘ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দাসকে সবার অপছন্দ। ওঁর সমর্থনে সাধারণ কর্মী থেকে কার্যকর্তা-কেউ কাজ করবেন না। উনি আগেও হেরেছেন। বিজেপির কর্মীদের আবেগ নিয়ে ছেলেখেলা করা উচিত নয়।’ বিজেপি নেতৃত্বকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান হয়। এমনকি, তাঁকে প্রার্থী করার কারণে কর্মকর্তারা মাঠে নেমে কাজ করবেন না বলেও চিঠিতে জানানো হয়।

‘ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে নাকি?’প্রশ্ন দিলীপের

তাঁদের দাবি, এবারের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী ২০০৯ সালে এবং ২০১৪ সালে এই কেন্দ্রে দাঁড়িয়ে হেরেছেন। সেক্ষেত্রে এবার এই কেন্দ্র থেকে ভালো কোনও প্রার্থী আশা করেছিলেন তাঁরা। কিন্তু, শেষমেষ গত দুইবার হেরে যাওয়া প্রার্থীকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। সেই কারণে, বিজেপি নেতৃত্বকে তাঁরা বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেন তাঁরা।

BJP Candidate Diamond Harbour : ১৯-এর ভোটে অভিষেকের কাছে ৩ লাখ ভোটে হার, ডায়মন্ড হারবারের পদ্মপ্রার্থী ববিকে চিনুন
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম এবার এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে ছাত্র নেতা প্রতীক উর রহমানকে। তবে, দীর্ঘদিন এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা বাকি ছিল। শেষমেষ এই জেলার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাসকে প্রার্থী করা হয় বিজেপির তরফে। তবে, কর্মীদের এই আবেদনের জন্য বিজেপির প্রার্থী কি পরিবর্তন করা হবে? রাজ্য বিজেপির তরফে এরকম কোনও আভাস পাওয়া যায়নি এখনও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *