Cbi Investigation,সন্দেশখালিতে জমির কাগজ দেখল সিবিআই – cbi investigation land papers in sandeshkhali on holiday sunday


এই সময়, কলকাতা ও সন্দেশখালি: শনিবারের পর, ছুটির দিন রবিবারেও সন্দেশখালিতে তদন্তের কাজে বিরাম নেই সিবিআইয়ের। এ দিন সন্দেশখালির ধামাখালিতে যায় সিবিআইয়ের তদন্তকারীদের একটি দল। সেখানে গিয়ে দিনভর অভিযোগকারীদের বেশ কয়েক জনের সঙ্গে কথা বলেন ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।সিবিআই সূত্রের খবর, রবিবার সকালে প্রথমে সন্দেশখালির ধামাখালি এলাকায় কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছন। তার পর যন্ত্রচালিত নৌকায় করে তাঁরা ছোট কলাগাছি নদী পেরিয়ে সন্দেশখালির পাত্রপাড়ায় গিয়ে অনুসন্ধান শুরু করেন। গোয়েন্দারা সেখানে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে।

তাঁরা ই-মেল করে শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বলে সিবিআই সূত্রের খবর। এ দিন সিবিআইয়ের পাঁচ সদস্যের দল ওই অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন, তার পর কেন্দ্রীয় গোয়েন্দারা জমি সংক্রান্ত নথিপত্র দেখতে চান গ্রামবাসীদের কাছে।

গ্রামবাসী ওই অভিযোগকারীদের বক্তব্য, ‘আমাদের কাগজপত্র দেখার পর সিবিআই আধিকারিকরা আরও কয়েক জনের সঙ্গে কথা বলেন। শাহজাহানের লোকজন কী ভাবে ওই জমি ও ভেড়ি দখল করেছে, সেই ব্যাপারে সিবিআই জানতে চায়।’

ভেড়ি-জমি ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। তাদের নির্যাতনের বিরুদ্ধেও সরব সন্দেশখালির বহু মহিলা। সেই সব ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই। শনিবারও সন্দেশখালির বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামবাসীদের অভিযোগ শুনেছেন সিবিআই অফিসাররা।

ভোটের আগে কলকাতায় পিঠে বানাতে আসছেন সন্দেশখালির মহিলারা

এ দিন বিকেলে সিবিআইয়ের ওই আধিকারিকেরা কলকাতার উদ্দেশে রওনা হন। সিবিআই সরেজমিনে সন্দেশখালিতে পড়ে থেকে তদন্ত শুরু করায় জমি ফেরত পাওয়া যাবে বলে গ্রামবাসীদের অনেকেরই আশা। তাঁদের কারও কারও বক্তব্য, সিবিআই তাঁদের জমির ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করবে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *