মণিপুস্পক সেনগুপ্ত
এই সময়, কলকাতা ও শিলিগুড়ি:তাঁকে দ্রুত দক্ষিণবঙ্গ ও রাঢ়বঙ্গের বিভিন্ন কেন্দ্রে প্রচার শুরু করতে বলা হয়েছে। ভোটের আগে জেলায় জেলায় ঘুরে সাংগঠনিক বৈঠকও করবেন সুকান্ত। তাঁর কথায়, ‘রাজ্য সভাপতি হিসেবে আমাকে বাংলার সব লোকসভা কেন্দ্রেই প্রচার করতে হবে। নিজের কেন্দ্র বাদে আমি অন্যান্য অনেক কেন্দ্রেও প্রচার করেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে।’

একই কৌশল নিয়েছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, এ পর্যন্ত উত্তরবঙ্গের যে ছ’টি আসনে ভোট হয়েছে, সেই কেন্দ্রগুলির দলীয় প্রার্থীদের দক্ষিণবঙ্গে ভোট-প্রচারে কাজে লাগাবে জোড়াফুল। কেবল প্রার্থীরাই নন, উত্তরবঙ্গে তৃণমূলের সাংগঠনিক নেতারাও দক্ষিণবঙ্গে আসার তোড়জোড় শুরু করেছেন।

শিলিগুড়ির মেয়র তথা বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেবের কথায়, ‘৩০ এপ্রিল মালদায় নির্বাচনী প্রচারে যাচ্ছি। মুখ্যমন্ত্রী তেমনই নির্দেশ পাঠিয়েছেন। তার পরে যখন, যেখানে বলবেন, সে ভাবেই প্রচারে সামিল হব।’ সূত্রের খবর, আলিপুরদুয়ারের দলীয় প্রার্থী প্রকাশচিক বরাইককে রাঢ়বঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকায় ভোট-প্রচারে নিয়ে যেতে চাইছে তৃণমূল।

বিজেপি-র মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনও প্রচারে নামবেন। তবে আপাতত ব্যস্ত নিজের বিধানসভা এলাকার গণনাকর্মীদের সংগঠিত করার কাজে। তিনি বলেন, ‘ভোট শেষ হওয়ার পরেই গণনা কেন্দ্রের কর্মীদের তৈরির কাজে নামতে হয়েছে। সে কাজ মিটলেই প্রচারে বেরোব। দল থেকে তেমনই নির্দেশ পেয়েছি।’

সুবক্তা হিসেবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কদর বেড়েছে গেরুয়া শিবিরে। বিজেপি সূত্রে খবর, তিনিও এ বার দক্ষিণবঙ্গে প্রচারে সামিল হবেন। দলের রাজ্যস্তরের নেতারা শঙ্করের সভার তালিকা তৈরি করছেন। তবে প্রচারে আর নিজেকে জড়াতে চাইছেন না উত্তরবঙ্গের বর্ষীয়ান বাম-নেতা অশোক ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমি কোথাও প্রচারে যাচ্ছি না। আপাতত বাড়িতেই থাকব। লেখালিখি করব। শিলিগুড়িতে দলের পার্টি অফিসে যেমন যাই, সেটা অবশ্যই যাব।’

আজ রায়গঞ্জ-বালুরঘাট-দার্জিলিঙে লোকসভা ভোট, কারা প্রার্থী? দ্বিতীয় দফায় ভোটের ইস্যু কী কী?

রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, ‘বিজেপি যাঁরা করেন, তাঁরা ৩৬৫ দিনই রাজনীতি করেন। ভোট হয়ে গিয়েছে বলে আমাদের উত্তরবঙ্গের নেতারা বিশ্রামে চলে যাবেন, এটা বিজেপি-তে ভাবা যায় না। ভোট শেষ হওয়া পর্যন্ত সবাই প্রচারে ব্যস্ত থাকবেন। দল প্রত্যেককে নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *