মমতা বন্দ্যোপাধ্যায়,‘খাওয়াবেন তো?’ প্রচারের মাঝেই হঠাৎ কেন এমন আবদার মমতার? – mamata banerjee assured bjp will get less than 200 seats in lok sabha elelction


খাওয়াবেন তো? সভায় জনগণের উদ্দেশে আবদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এর। হঠাৎ সভা থেকে কেন এমন আবদার করলেন তিনি? কীসের জন্য তিনি জনসাধারণের উদ্দেশে খাওয়ানোর আবদার করেন? জঙ্গিপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবদারের কারণ, তাঁর কিছু কথা যদি সত্যি হয়।চাঁদিফাটা গরমে জঙ্গিপুরের সভায় বক্তৃতা রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই লোকসভা নির্বাচনে কী ফলাফল হবে, সেই নিয়ে কিছু মতামত প্রকাশ করছিলেন তিনি। এরপরেই তিনি জনগণের উদ্দেশে খাওয়ানোর আবদার করেন। রাজনৈতিক জীবনের শুরু থেকে জনগণের থেকে কোনও কিছু উপহার নেন না মুখ্যমন্ত্রী। উপহার কেউ দিতে এলেও সেটা তাঁকে ফিরিয়ে দেন তিনি। টানা একমাস টানা প্রচারের মাঝেই এদিন আবদার শোনা গেল তাঁর গলায়।

মমতা এদিন বলেন, ‘যে দুটো দফায় ভোট হয়ে গিয়েছে, সেখানে বিজেপি এপাস, ওপাস, ধপাস হয়ে গিয়েছে। বাদ বাকি যে পাঁচটা দফায় নির্বাচন হবে, তার জন্য বুক দুরুদুরু করছে। এবারের লড়াইটা মনে রেখো – দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার’, এই লড়াইটা আমাদের জিতবে হবে।’

এরপরেই ২০০৪ সালের লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেইবার বিজেপির ভালো ফল করে সরকার গড়ার আশা থাকলেও শেষ পর্যন্ত সরকারে আসতে পারেনি বিজেপি। মমতা বলেন, ‘অটলজী ভালো মানুষ ছিলেন, আমরা তাঁরা বিরুদ্ধে একটা কথাও বলিনি। অটলজীর আমলে বিজেপির স্লোগান ছিল ইন্ডিয়া সাইনিং। মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল। ভোট দেয়নি।’

এবারের লোকসভা নির্বাচনেও অনেকটা সেরকম ফল হবে বলে আশাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘প্রচারবাবু বলেছেন, ইস বার ৪০০ পার, আমি বলি ইস বার পগারপাড়, যদি এই কথাগুলো সত্যি হয়, খাওয়াবেন তো? কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো? কি মালদার মানুষ খাওয়াবেন তো?’ বিজেপির সরকারের পতনের কথা বলেই তিনি খাওয়ানোর আবদার রাখেন মানুষের কাছে।

‘মুর্শিদাবাদে একজন বাজপাখি দাঁড়িয়েছেন’, মমতার মুখে সেলিমের নাম
তৃতীয় দফায় মুর্শিদাবাদ জেলায় ভোট রয়েছে। সোমবার জঙ্গিপুরের খড়গ্রামের প্রচার করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভাবে এদিনের সভা থেকেও বিজেপিকে তুলোধনা করেন বিজেপিকে। পাশাপাশি, সিপিএম- কংগ্রেসকেও একযোগে আক্রমণ করেন তিনি। তৃতীয় দফার ভোটের জন্য ইতিমধ্যেই একাধিক জেলায় প্রচার সারছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *