Gas Booking,৫০-এর বেশি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি বয়ের, হেঁশেল সামাল দিতে মাথায় হাত – delivery boy allegedly fled away with many gas cylinder at sonarpur south 24 parganas


৫০টিরও বেশি বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল ডেলিভারি বয়ের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। ঘটনার পর প্রায় মাস তিনেক হয়ে গিয়েছে। এই বিষয়ে গ্যাসের অফিস ও সোনারপুর থানায় জানিয়ে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি বলেই দাবি অভিযোগকারীদের ৷ ফলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই সমস্ত পরিবারগুলিকে৷ একটি মাত্র সিলিন্ডারে কোনওরকমে রান্নার কাজ চালাচ্ছে তারা ৷ বিষয়টি নিয়ে প্রশাসন যাতে উপযুক্ত তদন্ত করে ও ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর৷ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর ৷

এলাকার বাসিন্দা কার্তিক দাসের অভিযোগ, বাবু নস্কর নামে একজন ডেলিভারি বয় দীর্ঘদিন ধরেই এলাকায় গ্যাস দিয়ে যেত৷ সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে একটি গ্যাস অফিস থেকে তাদের সিলিন্ডার ডেলিভারি দেওয়া হত৷ তিনি জানান, বিষয়টি গ্যাস অফিসে জানানো হলে তারা এখন সিলিন্ডারের অর্ধেক দাম চাইছে ৷ অনেকের বাড়ি থেকে আবার ভর্তি সিলিণ্ডার ও টাকাও নিয়ে গিয়েছে বলে অভিযোগ ৷

এলাকার আরও এক বাসিন্দা লাবণ্য হালদারের দাবি, তাঁরা যাতে ঠিকভাবে রান্না করে সংসারে প্রয়োজন মেটাতে পারেন, তার জন্য সিলিন্ডারের ব্যবস্থা করে দিক প্রশাসন৷ উজ্জ্বলা গ্যাস যোজনায় একটিমাত্র সিলিন্ডার ব্যবহার করেন তনুশ্রী ভান্ডারী। তাঁর সেই একটি মাত্র সিলিন্ডার নিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ৷ এর ফলে খুবই সমস্যার মধ্যে পড়েছেন তিনি৷ প্রিয়াঙ্কা মণ্ডল নামে এক মহিলার অভিযোগ,গ্যাস অফিসে সিলিন্ডারের কথা বললে তারা এখন অতিরিক্ত টাকা দাবি করছে৷ এদিকে গ্যাস অফিসের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলেও তারা কিছু বলতে চায়নি ৷ তবে ওই ডেলিভারি বয়কে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে৷

এলাকার কাউন্সিলর প্রণবেশ মণ্ডলের মতে, গ্যাসের অফিসকেই এর ঘটনার দায়ভার নিতে হবে। ওই ডেলিভারি বয় খুবই খারাপ কাজ করেছে। এলাকাবাসীরা তাঁকে বিষয়টি জানিয়েছেন এবং অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে যথাযত আইনি ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পুলিশের সঙ্গে তাঁর করা হয়েছে বলেও জানান কাউন্সিলর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা এলাকাজুড়ে। বাসিন্দাদের একটাই দাবি, অবিলম্বে তাঁদের দ্বিতীয় সিলিন্ডারের ব্যবস্থা করুক গ্যাসের অফিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *