Shantanu Thakur,আচমকা বসে গেল পথসভা মঞ্চের একাংশ, অল্পের জন্য রক্ষা শান্তনু ঠাকুরের – shantanu thakur bongaon lok sabha constituency bjp candidate temporary street corner stage has damaged


আচমকাই বসে গেল অস্থায়ী পথসভা মঞ্চের একাংশ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। রবিবার ঘটনাটি ঘটে গোবরডাঙা পিকোলা মোড় এলাকায়। ইতিমধ্যেই মঞ্চ বসে যাওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে গোবরডাঙা এলাকায় এদিন একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে স্টেজে বক্তব্য রাখার জন্য উঠেছিলেন শান্তনু ঠাকুর। সেই সময় মঞ্চে ছিলেন বিধায়ক সুব্রত ঠাকুর ও বিধায়ক অশোক কীর্তনিয়াও। সেই সময় আচমকাই ঘটে যায় এই বিপত্তি। সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থীকে ধরে নেন অন্যান্যরা। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে এই ঘটনার পরে অস্থায়ী মঞ্চের গঠনগত গুণমান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

কী বলছে বিজেপি – তৃণমূল?

এই বিষয়ে গোবরডাঙা পৌর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্টেজ ভাঙার কোনও প্রশ্নই আসে না। একটা অস্থায়ী পাটাতন, একটা প্লাই ছিল, সেটা একটু উঁচুনীচু হয়ে গিয়েছে।’ অন্যদিকে এই ঘটনায় গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, ‘কোনও দুর্ঘটনাই কাম্য নয়। মাননীয় সাংসদ সুস্থ থাকুন, তাঁর যেন কোনও শারীরিক অসুবিধা না হয়। রাজনীতি রাজনীতির জায়গায়।’ তবে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসই জয়লাভ করবেন বলে আশাপ্রকাশ করেন শঙ্কর।

এবার ফের একবার বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে লড়াইতে নেমেছেন শান্তনু ঠাকুর। তাঁর উপরে আবারও একবার ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই তাঁর প্রচারও চলছে জোর কদমে। মিটিং মিছিল সমাবেশ সবই চলছে একের পর এক। আর তেমনই একটি মিছিল শেষে পথসভা করার সময় ঘটে গিয়েছে এই ঘটনা।

দেবের মঞ্চেও একই ঘটনা

প্রসঙ্গত, কিছুদিন আগে কার্যত একই ধরনের ঘটনা ঘটেছে দেবের প্রচার সভাতেও। সেই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার দিন ঘাটালের ঝাউতলায় পথসভা করে মঞ্চে ওঠেন দেব। আর দেব মঞ্চে উঠতেই তাঁকে ছেঁকে ধরেন সাধারণ মানুষ। এমনকী মঞ্চেও উঠে আসেন অনেকে। আর সেই সময়ই আচমকা বসে যায় মঞ্চের একাংশ। সঙ্গে সঙ্গে দেবকে ধরে ফেলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। ফলে বড় কোন বিপদ ঘটেনি। ওই ঘটনাতেও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *