Alia Bhatt Met Gala 2024 : মেট গালায় আলিয়ার গালা চমকের কারিগর এই বাঙালি – alia bhatt met gala event 2024 saree look designed by sabyasachi mukherjee steals the show watch video


২০২৪ সালের মেট গালা ইভেন্টে ভারত থেকে বড় চমক অবশ্যই আলিয়া ভাট। ২০২৩ সালে মেট গালায় গালা ডেবিউ করেছিলেন আলিয়া ভাট। তাঁকে মুক্তোর পোশাকে সাজিয়ে তুলেছিলেন প্রবাল গুরুং। এবার আলিয়াকে জরা হটকে করে তোলার দায়িত্ব পেয়েছিলেন তাঁর আরও এক ফেভারিট ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। আলিয়া নিজেই তাঁর ফার্স্ট লুকের ছবি পোস্ট করেছেন। আর ভারতীয় ইতিহ্য পোশাকে তুলে ধরার জন্যে তাঁরা বেছে নিলেন শাড়ি। তবে দাঁড়ান, দাঁড়ান। এ শাড়ি যে সে শাড়ি নয়। Met gala-র থিম গার্ডেন অফ টাইম। আর এই থিমে আলিয়াকে যাতে জরা হটকে লাগে, তা নিশ্চিত করেছেন সব্যসাচী। শাড়িটি ভালো করে দেখুন। শাড়িতে বিশেষ লক্ষণীয় ১৯২০ দশকের ফ্রিঞ্জ স্টাইল। হ্যান্ড এম্ব্রয়ডারি থেকে শুরু করে দামি পাথর সবই রয়েছে এই শাড়িতে। এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘন্টা। কাজ করেছেন ১৬৩ জন! সব্যসাচীর ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন এই ১৬৩ জন। তবে কি শুধুই সব্যসাচী? মেট গালায় আলিয়ার ফাটাফাটি লুকের পিছনে রয়েছেন এক ঝাঁক তারকা। আনাইতা শ্রফ আদাজানিয়া থেকে শুরু করে ড্রেপিং স্টার ডলি জৈন, লক্ষ্ণী লেহর, পুনীত বি সাইনি এবং অমিত ঠাকুর। বাই দ্য ওয়ে, আপনাদের কেমন লাগল আলিয়ার মেট গালা লুক? শেয়ার করুন না আপনাদের ফিডব্যাক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *