CPIM West Bengal : ‘দুই বছর পর্যন্ত টিকবে না সরকার’, তৃণমূলকে খোঁচা সূর্যকান্তর – cpim leader surjya kanta mishra claimed tmc government will not sustain till assembly election


রাজ্যে বিজেপি ৩০টির বেশি আসন পেলে সরকার আগেই পড়ে যাবে – এমনটা একাধিকবার বলতে শোনা যায় বিজেপি নেতৃত্বকে। এবার সেই একই সুর শোনা গেল বর্ষীয়ান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের গলায়। আগামী ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন সংগঠিত হবে। তবে, সেই পর্যন্ত রাজ্য সরকার টিকবে না বলে দাবি করলেন তিনি।হুগলি জেলার পাণ্ডুয়ায় একটি মিছিল উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ‘বিধানসভা নির্বাচনের আগেই ভেঙে যাবে তৃণমূল সরকার, দু’বছর পর্যন্ত টিকবে না।’ প্রসঙ্গত, এদিনই হুগলিতে নির্বাচনী সভায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজভবনে আমি আর যাব না।’ রাজ্যপালের ‘পাশে বসা পাপ’ বলেও উল্লেখ করেন তিনি।

সেই প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, ‘রাজভবন যেতে ভয় করে কিনা জানি না। কালীঘাটে উনি যেখানে আছেন সেখানে থাকতে পারলে ভালো, মানুষ একদিন কালীঘাট ঘেরাও করবে। কারণ, এত লোকের টাকা লুট হয়েছে, আসল চাবি ওখানেই। একে ওকে ধরছে, কান, মাথা ধরে টানছে মাথা কে ধরছে না ,এটা সবাই জানে পশ্চিমবাংলায়।’ তাঁর কথায়, ‘ওঁকে আমরা কোনও পাত্তাই দিই না। দু’বছর পর বিধানসভা নির্বাচন। দু’বছর পর্যন্ত উনি টিকবেন না। এগুলো বিজেপির সঙ্গে তৃণমূলের ঘরোয়া ঝগড়া। কদিন আগেই উনি রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করেছেন আর বেরিয়ে এসে বলেছিলেন খোশগল্প করে এলাম।’ শনিবার হুগলির লোকসভার সিপিআইএম প্রার্থী মনদীপ ঘোষের সমর্থনে পাণ্ডুয়া তিন্না থেকে মেলাতলা পর্যন্ত মিছিল করে বাম-কংগ্রেস। সেই মিছিলে পা মিলিয়ে ছিলেন পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।

এদিকে, জেল থেকে মুক্তি পাওয়ার পর কেজরিওয়াল বলেছেন, মোদি ক্ষমতা এলে মমতাকে জেলে যেতে হবে। সেই প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, ‘কেজরিওয়াল ঠিকই বলেছেন। এই কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দু’জন রাজ্যের মুখ্যমন্ত্রী কে গ্রেফতার করেছে। সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে ১ তারিখ পর্যন্ত জামিন দিয়েছে। কারণ, কেজরিওয়াল কে ভয় পায়, ভোটের আগে গ্রেফতার করে তাঁকে প্রচার করতে দেওয়া হবে না এটাই বিজেপির চাল।’ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিপিআইএম পলিট ব্যুরো প্রেস বিবৃতি দিয়েছে। ইডি সিবিআই এর খেলা মানুষের কাছে প্রকাশ পেয়েছে বলে দাবি তাঁর।

দীপ্সিতার মিছিলে কংগ্রেসকে দেখে হাঁটল না ফরওয়ার্ড ব্লক
ইন্ডিয়া জোট প্রসঙ্গে বর্ষীয়ান বাং নেতা বলেন, ‘আমি আগেও যা বলেছি, এখনও তাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বেশিদিন ওখানে টিকতে পারবেন না। সীতারাম ইয়চুরি রয়েছেন, তাঁকে তখনই আমি বলেছিলাম উনি ওখানে ঢুকেছেন মানে উনি ওখান থেকে বেরিয়ে আসবেন । উনি এখন আবার ইন্ডিয়া করছে কারণ তিনি বুঝতে পেরেছেন মোদীর অবস্থা ভালো নয়। ওঁর রেকর্ডই হল কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে বিজেপিকে নিয়ে এসেছেন। আরএসএস এর কাছে গিয়ে সার্টিফিকেট দিয়ে এসেছে। আরএসএস ওঁকে মা দুর্গা বলেন। আর উনি আরএসএসকে দেশভক্ত বলেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *