মদ্যপ যুবকদের বিরুদ্ধে তরুণীকে হেনস্থার অভিযোগ, তাও আবার খাস কলকাতায়। তরুণীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই তরুণীর পুরুষ সঙ্গীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকায় শরৎ বোস রোডে। ইতিমধ্যেই টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ। ওই তরুণীর মন্তব্য, ‘আমি এবং আমার বন্ধু মাঝে মধ্যেই মর্নিং ওয়াকে বেরোয়। ৬টার আশেপাশে আমরা একটি কচুরির দোকানে খেতে গিয়েছিলাম। তখনও খাবার তৈরি হয়নি। আমরা অপেক্ষা করছিলাম। সেই সময় ১০ থেকে ১৩ জনের একটা গ্রুপ আসে। প্রত্যেকেই মদ্যপ ছিল, হেলমেটও ছিল না। তাদের মধ্যে একজন আমার স্কুটি ধাক্কা মেরে সেই জায়গায় নিজের স্কুটি রাখে। আমি চুপ ছিলাম। ওরা কোনও খাবার অর্ডার না করেই ওখানে দাঁড়িয়ে আমাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে।’
ওই তরুণীর আরও দাবি, ‘তখনও আমি কোনও প্রতিক্রিয়া দিচ্ছি না দেখে আবার একটি নির্দিষ্ট ছেলে আসে এবং আমার স্কুটিতে ফের ধাক্কা দেয়। তারপর নিজে থেকেই সরি বলে। এই সরির মধ্যে তাচ্ছিল্য ছিল ভরপুর। তখন আমার বন্ধু বলে, বারবার এভাবে ধাক্কা দিয়ে সরি বলছেন, কী লাভ। তখন ওকে মারধর শুরু করে ওই ছেলেটা এবং তার বন্ধুুরা। এভাবে ওকে ১৫ থেকে ২০ মিনিট মারা হয়। আমাকে অকথ্য ভাষাতে গালাগালি করা হয়। আমরা তারপর ১০০-তে ফোন করি।’ সময়ে পুলিশ আসেনি বলে অভিযোগ।
ওই তরুণীর আরও দাবি, ‘তখনও আমি কোনও প্রতিক্রিয়া দিচ্ছি না দেখে আবার একটি নির্দিষ্ট ছেলে আসে এবং আমার স্কুটিতে ফের ধাক্কা দেয়। তারপর নিজে থেকেই সরি বলে। এই সরির মধ্যে তাচ্ছিল্য ছিল ভরপুর। তখন আমার বন্ধু বলে, বারবার এভাবে ধাক্কা দিয়ে সরি বলছেন, কী লাভ। তখন ওকে মারধর শুরু করে ওই ছেলেটা এবং তার বন্ধুুরা। এভাবে ওকে ১৫ থেকে ২০ মিনিট মারা হয়। আমাকে অকথ্য ভাষাতে গালাগালি করা হয়। আমরা তারপর ১০০-তে ফোন করি।’ সময়ে পুলিশ আসেনি বলে অভিযোগ।
তরুণীর অভিযোগ, ঘটনাস্থলে সেই সময় অনেকেই ছিলেন। কিন্তু, কেউ এগিয়ে আসেননি সাহায্যের জন্য। এমনকী, দোকানের কর্মীরাও এগিয়ে আসেননি।
আক্রান্তদের আরও অভিযোগ, টালিগঞ্জ থানা মারধরের অভিযোগ দায়ের করলেও ৩০৭ (হত্যার চেষ্টা) ধারায় কোনও মামলা রুজু করেনি পুলিশ। তিনি ইতিমধ্যেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং ডিসি সাউথকে ইমেলে অভিযোগ দায়ের করেন।
ওই তরুণীর কথায়, ‘আমি প্রত্যক্ষদর্শীদের অনেকের মন্তব্য সংগ্রহ করেছি। এখন আমি ডিসি(দক্ষিণ)-এর অফিসে যাব (শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ)।’ তরুণী জানান, তিনি আতঙ্কে রয়েছেন। যাঁরা তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন, তাঁদেরও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন ওই তরুণী। দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক, এমনটাই চাইছেন তিনি।