LIVE Lok Sabha Election West Bengal : চতুর্থ দফায় একাধিক হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা – lok sabha election 2024 live update phase 4 polling


সোমবার চতুর্থ দফা নির্বাচন। সোমবার দেশের ১০টি রাজ্যে ৯৬ আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আটটি আসন রয়েছে। এই আসনগুলি হল হরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল,বর্ধমান পূর্ব, বোলপুর এবং বীরভূম।এদিন একাধিক তারকা প্রার্থীর ভাগ্য পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রার্থীরা হলেন দিলীপ ঘোষ, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, অধীর চৌধুরী, অমৃতা রায়, মহুয়া মৈত্র, শতাব্দী রায়। এই আটটি আসনের মধ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল এবং BJP যথাক্রমে তিনটি করে আসন জিতেছিল। একটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। তবে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ো বিজেপি ছাড়ার সময় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং পরবর্তীতে সেখানে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

৮ টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৫০৭। এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৩ হাজার ৬৪৭। বর্তমানে রাজ্যে রয়েছে ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। চতুর্থ দফা লোকসভা নির্বাচনে এর আগের তিন দফার তুলনায় কুইক রেসপন্স টিমের সংখ্যা কমেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, এবার সাত দফায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। শেষ দফায় ভোট ১ জুন এবং ভোটের ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *