তিনি বলেন, ‘গ্রামের মানুষ কতটা সরল হলে এই কথাটা বলতে পারে! যখন আমি সেই বাড়িতে গিয়েছি, শ্রীমতি মাণ্ডির স্বামী যাঁর স্বামীকে ২০১৬ সালের নির্বাচনের পর কেউ খুঁজে পায়নি, পুলিশ FIR করেনি, তিনি যখন কাঁদছেন, আমি তখন ভাষা হারিয়ে ফেলেছিলাম।’
হিরণের সংযোজন, ‘যিনি এই কথা বলেছিলেন তিনিও কাঁদছিলেন। তাঁর চোখ জলে ভরে এসেছিল। তিনি বলছেন, আপনি বাংলা ভাষায় বলুন। কতটা সরল গ্রামবাসী। জনজাতি সম্প্রদায়কে নিয়ে তৃণমূল নেতারা আগেও কটাক্ষ করেছে। কেশপুরের একটা গ্রামের মানুষকে নিয়ে যেভাবে ট্রোল করা হল তার জন্য আমি ক্ষমা চাইছি। কেশপুরের সরল সাদাসিধে মানুষ। যাঁরা যাঁরা ট্রোল করেছেন, তাঁদের সকলের হয়ে আমি ক্ষমা চাইছি ওই ব্যক্তি এবং কেশপুরের মানুষের কাছে।’
উল্লেখ্য, হিরণ BJP বিধায়ক। তাঁকে এই প্রথমবার লোকসভা ভোটে নামাল গেরুয়া শিবির। প্রতিপক্ষ দুই বারের জয়ী সাংসদ দেব। একসময় অভিনয় করতেন হিরণ। কিন্তু, আপাতত হিরণ পুরোপুরি রাজনীতিতে নিজেকে সমর্পণ করেছেন। প্রচারের মাঝে প্রতিপক্ষ দেবকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করছেন তিনি। কিন্তু, দেব রাজনীতিক হিসেবে বরাবর সংযত। তিনি হিরণকে পালটা আক্রমণের পথে হাঁটেননি। বরং অনেকটাই সংযত তিনি। মানুষ যাঁকে বেছে নেবে জয়ী তিনিই হবেন, বক্তব্য তাঁর। এখন দেখার ঘাটালে শেষ হাসি এই দুই তারকার মধ্যে কে হাসেন?