কী দাবি লকেট চট্টোপাধ্যায়?
এই বিজেপি প্রার্থী দাবি করেছেন, ‘আমার কাছে এই অডিশনের কিছু ভিডিয়ো এসে পৌঁছেছে। তৃণমূলের নামে ভোট চেয়ে দিদি নং ১-এ সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করা হোক। কেন কমিশন তা দেখছে না? শ্যুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছে ভোট চাওয়া হচ্ছে। অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না। রেশনে পোকা চাল দেওয়া হচ্ছে। তাঁদের অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে।’
ঠিক কী বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়?
লকেট চট্টোপাধ্যায়ের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, ‘এই সমস্ত মিথ্যে কথা। দিদি নম্বর ওয়ান তিনশ পয়ষট্টি দিনের শো। হুগলিতে সারাদিন ভোটের প্রচার করে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয়। তাই শো টেলিকাস্ট করার জন্য রাতে এখানে শ্যুটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমি সারাদিন ভোটের প্রচার করছি এবং রাতে শ্যুটিং করছি। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই সমস্ত বাজে কথা বলা বন্ধ করুন।’ কোনও অডিশন হচ্ছে না বলেও স্পষ্ট দাবি করেছেন তিনি।
নাম না করে এদিন লকেটকে তোপ দাগেন রচনা। তিনি বলেন, ‘এই সমস্ত ফালতু কথা বলে ইমেজ নষ্ট করার প্রয়োজন নেই।’ উল্লেখ্য, রচনা বন্দ্যোপাধ্যায়কে এবার লোকসভা নির্বাচনে হুগলি থেকে প্রার্থী করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের প্রার্থী তালিকায় অন্যতম চমক ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, মতামত রাজনৈতিক মহলের একাংশের। অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায়কেই ফের প্রার্থী করেছে BJP।
গত লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন লকেট। এবার সেখানে শেষ হাসি কে হাসেন? এখন সব নজর সেই দিকে।