Weather Alert : ফের বাড়বে তাপমাত্রার পারদ, মাসের শেষেই প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমাল’? – west bengal temperature may go up in next 48 hours a new cyclone may hit west bengal at the end of the month


ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। প্রায় এক সপ্তাহের স্বস্তির পর ফের একবার গরম বাড়াচ্ছে অস্বস্তি। চলতি মাসে কি আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচ দিন সমস্ত জেলাতেই চড়তে পারে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুইই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় ৪০ ডিগ্রি বা তার উপরে উঠতে পারে তাপমাত্রার পারদ।

নতুন করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?

তাপমাত্রার পারদ যখন বাড়ছে সেই সময় নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হতে চলেছে ‘রিমাল’, যা ওমান দিয়েছে। এর অর্থ ‘বালু’। ২০ থেকে ২৭ মের মধ্যে তা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। যদিও এই প্রসঙ্গে এখনও আলিপুর আবহাওয়া দফতরের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শহর কলকাতার তাপমাত্রা ক্রমশ বাড়বে। আপাতত তিলোত্তমাতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বুধবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে। শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলাগুলিতে। এদিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়তে পারে। কমপক্ষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *