Lovely Maitra : মিতালির সমর্থনে রোড শোয়ে শশি, প্রচারে লাভলিও – lovely maitra lok sabha election campaigning in tarakeswar and khanakul


এই সময়, আরামবাগ: ‘একজন অঙ্গনওয়াড়ি কর্মী ভোটে দাঁড়িয়েছেন। তাঁর প্রচারে আসতে পেরে আমি খুশি’— আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগের প্রচারে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। বৃহস্পতিবার ১১টা থেকে মিতালির সমর্থনে তিনি একটি রোড শো করেন।আরামবাগের ডোঙ্গল, ডহরকুণ্ডু, বেড়াবেড়ে, রাংতাখালি, বড়ডোঙ্গল, মাধবপুর-সহ একাধিক এলাকা ঘুরে রোড শো করেন শশী। সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী ও একাধিক নেতৃত্ব। অন্য দিকে, তারকেশ্বর ও খানাকুলে মিতালি বাগের সমর্থনে প্রচারে আসেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।

কড়া রোদে অসংখ্য টোটো, মোটরবাইকে করে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা এ দিন শশি পাঁজার রোড শোয়ে অংশ নেন। রোড শো চলাকালীন মাইকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার শুরু হয়। হুডখোলা টোটোয় মিতালির হাত ধরে শশী বলেন, ‘মিতালি খুব সাধারণ ঘরের মেয়ে। মিতালিকে ভোট দিলে দিল্লি থেকে তিনি উন্নয়ন নিয়ে আসবেন। বিজেপিকে ভোট দেওয়া মানে অনেকগুলো বছর পিছিয়ে যাওয়া।’

এর পর শশী ডহরকুণ্ডু কালীমন্দিরে এসে একটি সভা করেন। সেখানে শশী বলেন, ‘আমাদের দিদি এই এলাকা থেকে যাঁকে প্রার্থী করেছেন আমি সেই দপ্তরের মন্ত্রী। একজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মিতালি। ওঁর পা মাটিতে থাকবে। উড়ে উড়ে বেড়াবে না।’ তিনি আরও বলেন, ‘এখানে বিদায়ী প্রধানমন্ত্রী দু’বার এসে শুধু মিথ্যা কথা বলে গিয়েছেন। তাঁরা জেতার প্রত্যাশা করেন কী করে?’

১০০ দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনও হেলদোল নেই বলে জানান শশী। বামেদের প্রসঙ্গে শশী বলেন, ‘ওরা আগে ৩৪ বছরের প্রায়শ্চিত্ত করুন। এই আরামবাগে যা খুন হয়েছে সেই নিয়ে কী বলবেন তাঁরা?’

অন্য দিকে, তারকেশ্বর ও খানাকুলে মিতালি বাগের সমর্থনে প্রচারে এসেছিলেন লাভলি মৈত্র। বৃহস্পতিবার বিকেলে তারকেশ্বর ও রাতে খানাকুলে আসেন তিনি। দুই জায়গাতেই রোড শো করেন লাভলি। বামেদের কটাক্ষ করে লাভলি বলেন, ‘বিধানসভায় ওরা শূন্য। ওরাই জোট পাকায়, ওরাই ঘোট পাকায়। তাই ওরাই শূন্য পায়। আগে বিধানসভায় একটা আসন জিতে দেখাক তার পর দিল্লি যাবে।’

Mithun Chakraborty : রোড শো-র মাঝপথে ফিরে গেলেন মহাগুরু

আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম কুণ্ডুর নেতৃত্বে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড থেকে লাভলির রোড শো শুরু হয়। তৃণমূল প্রার্থী মিতালি বাগও এই মিছিলে ছিলেন। প্রায় হাজার চারেক তৃণমূল কর্মী-সমর্থক এই মিছিলে যোগ দেন। গোটা তারকেশ্বর ঘুরে মিছিল শেষ হয় তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডেই।

লাভলি মৈত্র বলেন, ‘আরামবাগ বলছে মিতালি বাগ জিতছে। মিতালি মানুষের জন্য কাজ করবে।’ এরপর তিনি খানাকুলে যান। সেখানেও জনজোয়ারে ভাসেন লাভলি। সেখানে মিতালির জন্য ভোট আবেদন করেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডারের কথা মনে করিয়ে দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *