বসিরহাট লোকসভা কেন্দ্র,হাজি নুরুল জেতার পর প্রথম ভিজিট সন্দেশখালি: মমতা – mamata banerjee says after haji nurul islam win in basirhat lok sabha election her first visit will be at sandeshkhali


বসিরহাট দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের জয়ের পর তাঁর প্রথম পরিদর্শন হবে সন্দেশখালি। বসিরহাটের সভা থেকে সাফ জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বসিরাহাটে হাজি নুরুল যেদিন জিতবে, তার কয়েকদিন পরে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে। তার কারণ, আমি আপনাদের দেখতে যাব।’ একইসঙ্গে মা-বোনেদের যে ভাবে অপামান করা হয়েছে, তর জন্য তিনি মর্মাহত বলেও মন্তব্য করেন তৃণমূল নেত্রী।মমতা আরও বলেন, ‘যা ঘটেছে এবং যে ভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে। এই বিষয়গুলি বাইরে না এলে মানুষ জানতেই পারত না আসলে বিজেপি কী ভাবে চক্রান্তটা করেছিল।’

বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রেখার নাম না করে সেই প্রসঙ্গও উত্থাপন করেন মমতা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন, আর সবাইকে শোনাচ্ছেন। পুরো শিখিয়ে দিয়ে। ক’জনের খোঁজ নেন? আপনার আমলে ভারতে মেয়েদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে।’

প্রসঙ্গত, নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি শিরোনামে উঠে আসে সন্দেশখালি। সেখানে শেখ শাহজাহান ও তাঁর সঙ্গীদের হাতে মহিলারা নির্যাতনের শিকার হয়েছেন বলে বেশিকিছু অভিযোগ ওঠে। যদিও পরে সন্দেশখালি সংক্রান্ত বেশকিছু ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে টাকা দিয়ে মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে বলে মন্তব্য করতে শোনা যায় স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

পরবর্তীতে আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যে ভিডিয়োতে এক মহিলা দাবি করেন যে ভুল বুঝিয়ে ও সাজা কাগজে সই করিয়ে নিয়ে তাঁদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। সেই ঘটনায় স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে মহিলাদের ভুল বুঝিয়ে অভিযোগ দায়েরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মাম্পিকে জেল হেফাজতেও পাঠায় আদালত। যদিও পরবর্তীত তাঁর গ্রেফতারি বেআইনি বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এমনকী তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও দেয়। এবার সেই সন্দেশখালি ইস্যুতেই ফের একবার মুখ খুললেন মমতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *