Mamata Banerjee: বালু জেলে, বেড়েছে বামেদের মিটিং মিছিল,দাবি মমতার – west bengal cm mamata banerjee says in the absence of jyotipriya mallick cpm rallies have increased in north 24 parganas in lok sabha election


এই সময়: জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতির কারণেই উত্তর ২৪ পরগনার কিছু অঞ্চলে সিপিএমের মিছিল-মিটিং বেড়ে গিয়েছে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের কার্যকলাপ বৃদ্ধি পেলেও সিপিএমকে ভোট না দিতে জনতার কাছে এদিন আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী। রেশন দুর্নীতি মামলায় মাস ছয়েক আগে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক।দীর্ঘদিন উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলেছেন তিনি। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস পরে জেলায় তৃণমূলের সাংগঠনিক কাঠামো বদল করা হলে জ্যোতিপ্রিয় জেলা সভাপতির পদ থেকে সরে যান। তবে শীর্ষ সাংগঠনিক পদে না থাকলেও জেলায় জোড়াফুলের সংগঠনে তাঁর প্রভাব ছিল। সেই কারণে জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হওয়ার পরে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতাদের নিয়ে একটি কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অশোকনগরের সভায় মঙ্গলবার মমতা বলেন, ‘হাবড়ায় আমি শুনছি আবার একটু মিটিং মিছিল করছে বালু নেই বলে। আইন আইনের পথে চলবে। বিজেপি তো কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল দেখেছেন। কোর্ট যখন (জ্যোতিপ্রিয়কে) মুক্তি দেবে সে মুক্তি পাবে। কিন্তু এটা কোন সিপিএম? যারা নাক কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে? ১৯ জন আনন্দমার্গীকে বালিগঞ্জে জ্বালিয়ে মেরেছিল সেই সিপিএম। আমার মাথা চৌচির করে দিয়েছিল এই সিপিএম দল।’

মমতার আক্রমণের মুখে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘উনি তো দূরবীন দিয়ে কোথাও সিপিএমকে দেখতে পেতেন না। এখন হাবড়ায় মিছিল-মিটিং দেখতে পাচ্ছেন। আসলে হাল খুব খারাপ, বুঝে গিয়েছেন। মানুষ বুঝে গিয়েছে, তৃণমূলের বিকল্প বিজেপি নয়। তাই বামেদের মিছিল দীর্ঘতর হচ্ছে। এতে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে।’

যদিও তৃণমূল নেতৃত্ব মনে করছেন বিজেপিতে বামেদের যে অংশ গিয়েছিল তাদের একাংশ ফের সিপিএমে ফিরে গিয়েছে। মমতার কথায়, ‘যারা সিপিএম করত, তাঁরা এতদিন বিজেপি করত, প্রোটেকশন পাওয়ার জন্য। যারা বিজেপি করে তাদের অর্ধেক এখন সিপিএম করে। তাই আমি বারবার বলি রাম-বাম-শ্যাম। জগাই-মাধাই-গদাই। এই তিনটি দল বাংলায় এক সঙ্গে কাজ করে। এখানে ওরা কখনও বিজেপিকে ভোট তুলে দেয়। কখনও জানি না নিজেদের ভোট নিয়ে কী করে। ওদের ভোট দেবেন কেন? কী লাভ?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *