বুধবারই ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় ৫ লাখ ওবিসি শংসাপত্র। যদিও ২০১০ সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ ও ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যাঁরা চাকরি পেয়েছেন বা নিয়োগপ্রক্রিয়া মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের।
আদালতের নির্দেশ, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন আইন ১৯৯৩ অনুযায়ী OBC-দের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে অনুমোদন নিতে হবে। তবে ২০১০ সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণিভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে বলেও জানিয়েছে আদালত।
এই বিষয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এই সময়ের মধ্যে যে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা পুরোপুরি আইন মেনে বানানো হয়নি। যেহেতু চাকরির ক্ষেত্রে একটা সংরক্ষণ থাকে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যাঁরা এই সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পেয়েছেন তাঁদের ক্ষেত্রে কি এই নির্দেশ কোনও কাজ করবে? এই বিষয়ে আদালত জানিয়েছে, যাঁরা এই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছেন তাঁদের ক্ষেত্রে এই নির্দেশের ফলে আলাদা করে কোনও প্রভাব পড়বে না।