অনুরাগের ছোঁয়া এমন এক ধারাবাহিক যা বদলে দিয়েছিল টিআরপি-র গতিপথ। সপ্তাহের পর সপ্তাহ টিআরপি-র দৌড়ে প্রথমে থেকেছে সূর্য-দীপার প্রেম, ভালোবাসা, বিচ্ছেদের গল্প। এই জুটির জীবনে আসা ঝড় ঝাপটার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন সিরিয়াল প্রেমী বাঙালীরা। যে সময়ে আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে বহু সিরিয়াল, সেই অস্থিরতার মধ্যেও ৭০০ এপিসোড পেরিয়ে এখনও মাথা উঁচু করে এগিয়ে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়াল। এখন তো আবার গল্পে ফিরে এসেছে সব্বার প্রিয় সূর্যও। কোন দিকে মোড় নেবে গল্প? সে তো ক্রমশ প্রকাশ্য। তবে ৭০০ এপিসোড সেলিব্রেশনে সেটে যা ঘটল, তার হদিশ রইল এই সময় ডিজিটালের পর্দায়। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলার খবরের পাশাপাশি বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।