
বাঁকুড়ার দুর্লভপুরের খাঁ পরিবারের সৌমিত্রর রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসের হাত ধরে। ২০১১ সালে তিনি কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে জয়ী হন। সে বার তৃণমূলের সঙ্গে জোট ছিল কংগ্রেসের। কিন্তু বছরদুয়েক কাটতে না কাটতেই মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে তৃণমূলে যোগদান। সেটা ২০১৩। পরের বছর বিষ্ণুপুরে জোড়া ফুল প্রতীকে এমপি।
কিন্তু ২০১৮-য় অর্থের বিনিময়ে চাকরির অভিযোগে স্থানীয় পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। দলত্যাহ করে বিজেপিতে গিয়েই ২০১৯-এ টিকিট। তবে আদালতের নির্দেশে সেই ভোটে নিজের কেন্দ্রে ঢুকতেই পারেননি তিনি। প্রচার থেকে শুরু করে ভোটে লড়ার যাবতীয় ঝক্কি সামলেছিলেন তাঁর তৎকালীন স্ত্রী সুজাতা। নিজে প্রচারে না থেকেও তিনি ৭৮ হাজারের বেশি ভোটে জিতে যান।
যাবতীয় কৃতিত্ব তিনি দিয়েছিলেন সুজাতাকে। কিন্তু তারপরে সব পাল্টে যায়। বিস্তর টানাপড়েনের পরে বিবাহ-বিচ্ছেদ। এবারের লড়াই কঠিন? সৌমিত্র বলছেন, ‘এটা আরও একটা ভোট। এর বেশি কিছু নয়। বিপক্ষে কে, ভোটারদের তাতে কিছু যায় আসে না- জয় নিশ্চিত।’