৪ ঘণ্টার বেশি সময় পর স্বাভাবিক মেট্রো পরিষেবা, চালু কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো – kolkata metro service become normal after 4 hours 14 minutes


সকাল থেকে ভোগান্তি মেট্রো যাত্রীদের। সাইক্লোন রিমেলের জেরে রাতভর বৃষ্টিপাত হয় শহর কলকাতায়। আর এর জেরে আংশিক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মেট্রো চলাচল বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়তে হয় বহু যাত্রীদের। প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট পর ফের স্বাভাবিক পরিষেবা, সূত্রের খবর এমনটাই।এদিন পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকগুলিতে জল জমার খবর সামনে আসে। এরফলে বিঘ্নিত হয় পরিষেবা। সকাল ৭টা ৫১ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যবর্তী স্টেশনগুলিতে মেট্রো চলাচল বন্ধ থাকার ফলে বিপাকে পড়েন বহু যাত্রী। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, যাতে পরিষেবা দ্রুত স্বাভাবিক হয় সেই জন্য তাঁদের তরফে পদক্ষেপ করা হচ্ছে।

যুদ্ধকালীন তৎপরতায় জল বার করার কাজ চালু করে মেট্রো রেল কর্তৃপক্ষ। পাম্প চালিয়ে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে জল বার করা হয়। পাশাপাশি যে অংশ দিয়ে জল প্রবেশ করেছিল, তা বন্ধ করা হয়। এরপর ১২টা ৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচল শুরু হয়। আপ এবং ডাউন দুই লাইনেই মেট্রো চালু হলেও এখনও পর্যন্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে দাবি যাত্রীদের একাংশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *