Howrah Police : ভোটের আগের রাতেই উদ্ধার লাখ লাখ নগদ অর্থ, ধৃত ৬ বাইক আরোহী – huge money recovered by police near howrah bridge before lok sabha election


রাত পেরোলেই কলকাতায় নির্বাচন। তার আগেই গঙ্গার ওপারে উদ্ধার লাখ লাখ টাকা। চারজন বাইক আরোহীর কাছ থেকে বেহিসাবি নগদ অর্থ উদ্ধার করল পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।কলকাতায় ভোটের আগের সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা চেকিং করছিল পুলিশ। নাকা চেকিংয়ের সময়ই চারজন বাইক আরোহীকে দাঁড় করানো হয়। চারজন বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নগদ টাকা।

ওই টাকা কোথা থেকে এল? কেন এত নগদ টাকা নিয়ে যাচ্ছিল? ভোটের কাজে লাগানোর জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কিনা, সে ব্যাপারে তদন্ত শুরু করে পুলিশ। চারজন বাইক আরোহীর থেকে মোট ৯ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার হয়। আটক করা হয়েছে ৬ জন। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোলাবাড়ি থানার পুলিশ।
নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি চালু রয়েছে। তার মাঝেই এত পরিমাণ নগদ অর্থ বহন করা নিয়ম বিরুদ্ধ। এরপরেও ওই বাইক আরোহীরা কেন বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে যাচ্ছিল, সে ব্যাপারে তদন্ত চালানো হচ্ছে।

কলকাতায় লোকসভা নির্বাচনের আগে ধর্মতলায় শুরু নাকা চেকিং

যদিও যে যুবকদের কাছ থেকে এই টাকা উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে একজন জানান, তাঁরা কুরিয়র সার্ভিসের কাজের সঙ্গে যুক্ত। তাঁদের ব্যবসার কাজের জন্যেই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তাঁদের কথার মধ্যে কিছু অসঙ্গতি পাওয়া যাওয়া আটক করে নিয়ে যায় পুলিশ। ভোটের মাঝেই রাজ্যের বিভিন্ন জায়গায় এর আগেও বহু বেহিসাবি নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে, গোটা সহ বাংলাতেও ভোটের প্রচার শেষ হয়েছে। গতকালই ভোটের প্রচার শেষ হয়।

Lok Sabha Election : ভোট মিটতেই বিক্ষিপ্ত অশান্তি হাওড়া গ্রামীণে
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর থেকে অর্থাৎ ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত মোট ৩৪ কোটি টাকা বেহিসাবি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ভোটের মুখে শাসক, বিরোধী উভয় পক্ষের তরফেই জনগনের মধ্যে নগদ অর্থ বিলি করার অভিযোগ তোলা হয়। কিছুদিন আগেই মেদিনীপুরের ঘাটাল দাসপুরের খুকুড়দায় নাকা চেকিংয়ের সময়ও লাখ লাখ টাকা উদ্ধার করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *