আগামী ৩ জুন অর্থাৎ সোমবার পুনরায় নির্বাচন হবে এই দুটি বুথে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গত ১ জুন এই দুই কেন্দ্রে নির্বাচন হয়েছিল। তবে একাধিক অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথের সেই নির্বাচন প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হবে ভোটগ্রহণ।
প্রসঙ্গত, রাজ্য জুড়ে ৮০,৫৩০ টি ভোট গ্রহণ কেন্দ্র ছিল। সপ্তম দফার ভোটে মোটের উপর শান্তিতে নির্বাচন সংগঠিত হলেও বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যায়। সংশ্লিষ্ট বুথে ভোটগ্রহণ নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশন। অভিযোগ খতিয়ে দেখে এই দুটি বুথে ফের নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা হবে গোটা দেশেই। তার আগে সোমবার এই দুটি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৪ জুন ভোটগণনা হবে। রাজ্যে মোট ৩৯৪ টি স্টংরুম করা হয়েছে যেখানে ভোট শেষে ইভিএম এবং ভিভিপ্যাড রাখা রয়েছে । সিসিটিভি ক্যামেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্টংরুম গুলিতে । ৫৫ টি কাউন্টিং ভেনু করা হয়েছে তার মধ্যে ৪১৮ টি কাউন্টিং হল করা হয়েছে। থাকছে ৪৯৪৪ টি গণনা টেবিল । ৪১৮ টি ইভিএম গননা হবে। ৮৬ টি কাউন্টিং হলে ৩ লক্ষ্যের বেশি পোস্টাল ব্যালট গণনা হবে । সব থেকে বেশি ২৩ রাউন্ড গননা হবে শীতলকুচি এবং দিনহাটা বিধানসভা এলাকায়।