বাংলার দুটি লোকসভা আসনের দুটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন হতে চলেছে। শনিবার বাংলায় সপ্তম অর্থাৎ শেষ দফার নির্বাচন শেষ হয়। তবে, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।বারাসত ও মথুরাপুর কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বারাসাত লোকসভা কেন্দ্রের ১২০ দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের ১৩১ কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে দুটি বুথে পুনর্নির্বাচন হবে। দেগঙ্গার কদম্বগাছি সর্দার পদ এফপি স্কুলের বুথে এবং কাকদ্বীপের আদ্দীর মহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুল বুথে পুনরায় নির্বাচন সংগঠিত হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি

আগামী ৩ জুন অর্থাৎ সোমবার পুনরায় নির্বাচন হবে এই দুটি বুথে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গত ১ জুন এই দুই কেন্দ্রে নির্বাচন হয়েছিল। তবে একাধিক অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথের সেই নির্বাচন প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হবে ভোটগ্রহণ।

Trinamool Bhavan Press Conference : ‘বিরোধীরাই সাত দফা নিয়ে কমিশনকে দুষছেন’, খোঁচা শশী-ব্রাত্যর

প্রসঙ্গত, রাজ্য জুড়ে ৮০,৫৩০ টি ভোট গ্রহণ কেন্দ্র ছিল। সপ্তম দফার ভোটে মোটের উপর শান্তিতে নির্বাচন সংগঠিত হলেও বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যায়। সংশ্লিষ্ট বুথে ভোটগ্রহণ নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশন। অভিযোগ খতিয়ে দেখে এই দুটি বুথে ফের নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা হবে গোটা দেশেই। তার আগে সোমবার এই দুটি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।

Lok Sabha Election 2024 : লাস্ট ফেজে পতন ভোট-হারে, উদ্বিগ্ন রাজনৈতিক মহল
উল্লেখ্য, আগামী ৪ জুন ভোটগণনা হবে। রাজ্যে মোট ৩৯৪ টি স্টংরুম করা হয়েছে যেখানে ভোট শেষে ইভিএম এবং ভিভিপ্যাড রাখা রয়েছে । সিসিটিভি ক্যামেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্টংরুম গুলিতে । ৫৫ টি কাউন্টিং ভেনু করা হয়েছে তার মধ্যে ৪১৮ টি কাউন্টিং হল করা হয়েছে। থাকছে ৪৯৪৪ টি গণনা টেবিল । ৪১৮ টি ইভিএম গননা হবে। ৮৬ টি কাউন্টিং হলে ৩ লক্ষ্যের বেশি পোস্টাল ব্যালট গণনা হবে । সব থেকে বেশি ২৩ রাউন্ড গননা হবে শীতলকুচি এবং দিনহাটা বিধানসভা এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version