রইল লাইভ আপডেটস
< দুপুর ১২টা পর্যন্ত কোচবিহার আসনে এগিয়ে তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
< এগিয়ে গেলেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ১১৩৬ ভোটে এগিয়ে তিনি (১১:৪২ মিনিটে পাওয়া হিসেব অনুযায়ী)।
< ১৩৭২ ভোটে এগিয়ে নিশীথ প্রামাণিক।
< আরও বাড়ছে ব্যবধান। ১০:৪৪ মিনিটে তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার প্রাপ্য ভোট ১০৯৮৫৩।
< ১০:৩২ মিনিটে পাওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল পেয়েছে ৭৬৮২৩ ভোট।
< ৩০৩৪৮ ভোট পেয়েছে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ৬৩০৭ ভোটে এগিয়ে তিনি।
< প্রথম রাউন্ড গণনার পর কোচবিহারে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ৫৫২৯ ভোটে এগিয়ে তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল
রাজনৈতিক দল | প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট |
বিজেপি | নিশীথ প্রামাণিক | ৭,৩১,৫৯৪ |
তৃণমূল | পরেশচন্দ্র অধিকারী | ৬,৭৭,৩৬৩ |
ফরওয়ার্ড ব্লক | গোবিন্দচন্দ্র রায় | ৪৬,৬৪৮ |
এই লোকসভা কেন্দ্র বরাবরই জিতে এসেছে ফরওয়ার্ড ব্লক। ১৯৭৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। ২০১৪ সালে তৃণমূল এটি দখল করে। রেণুকা সিং তৃণমূলের হয়ে জেতেন ২০১৪ সালে। এরপর ২০১৬ সালের উপনির্বাচনে পার্থ প্রতীম রায় জেতেন। ৫৯.০৩ শতাংশ ভোট পান তিনি।
২০১৯ সালে সিটটা হাতছাড়া হয় তৃণমূলের। নিশীথ প্রামাণিক ৪৭.৯৮ শতাংশ ভোটে জিতে যান। দ্বিতীয় স্থানে শেষ করেন তৃণমূলের পরেশচন্দ্র অধিকারী। তিনি পেয়েছিলেন ৪৪.৪৩ শতাংশ। এবার নির্বাচনে শেষ হাসি কে হাসবেন? তা জানা যাবে আর কিছুক্ষণ পরেই। জানতে রিফ্রেশ করতে থাকুন-