West Bengal Election Result : রাজ্যে ১৯২ বিধানসভা লিড তৃণমূলের, পদ্মের হাতছাড়া ২০১৯-এর সাফল্য – bharatiya janata party lost their success of 2019 lok sabha election in west bengal


এই সময়: এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের ইতিহাসে সেকেন্ড বেস্ট রেজাল্ট হয়েছে। জোড়াফুল মোট ২৯টি আসনে জয়ী হয়েছে। বিজেপি ২০১৯ সালের সাফল্য ধরে রাখতে পারেনি। তারা ১৮ থেকে ১২-তে নেমে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বড় সাফল্য পেলেও লোকসভা নির্বাচনে ফলের নিরিখে জোড়াফুল ১৯২টি বিধানসভায় এগিয়ে রয়েছে।বিজেপি এগিয়ে রয়েছে ৯০টি আসনে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস শূন্য হলেও এবার কংগ্রেস ১১টি বিধানসভা এগিয়ে রয়েছে। বামেদের নির্বাচনী বিপর্যয় অব্যহত থাকলেও একটি বিধানসভায় লিড পেয়েছে সিপিএম। মুর্শিদাবাদ লোকসভার রানিনগর বিধানসভায় লিড পেয়েছেন মহম্মদ সেলিম। বাম-কংগ্রেস জোট রায়গঞ্জ, মালদা উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মোট ১২ টি বিধানসভায় লিড পেয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১৩ টি আসনে জয়ী হয়েছিল। পরবর্তী সময়ে অবশ্য তৃণমূল একাধিক উপনির্বাচনে জয়ী হয়েছে। গেরুয়া শিবির থেকে একাধিক বিধায়ক জোড়াফুলে চলে আসায় তৃণমূলের পরিষদীয় দলের শক্তি আরও বেড়ে গিয়েছে। লোকসভা নির্বাচনে সবুজ ঝড় বইলেও জোড়াফুল আলিপুরদুয়ার জেলাতে একটি বিধানসভাতেও লিড নিতে পারেনি। ২০১৯ সালের সাফল্য ধরে রাখতে না পারায় গেরুয়া শিবির হতাশার আবহেও ২০২১ সালের তুলনায় বেশি বিধানসভায় লিডকে ইতিবাচক চোখে দেখছে।

যদিও ২০১৯ সালে বিজেপি ১২১ টি বিধানসভা আসনে লিড নিয়েছিল। আলিপুরদুয়ার লোকসভায় জয়ী হয়েছেন বিজেপি-র মনোজ টিগ্গা। তিনি এখনও বিধানসভায় বিজেপির সচেতক। মনোজের কথায়, ‘২০২১ সালের তুলনায় এবার বেশি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে এটা একটা ইতিবাচক দিক। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায় আমরা সব বিধানসভায় লিড নিয়েছি। পূর্ব মেদিনীপুর জেলায় ১৫ টি বিধানসভায় আমাদের লিড রয়েছে। নদিয়া জেলার ১১ টি বিধানসভায় আমরা এগিয়ে।’

গত ৪ জুন ফল ঘোষণার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কংগ্রেস বামেদের সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটাকাটি করায় রায়গঞ্জের মতো আসন বিজেপি পেয়েছে। তৃণমূল নেতৃত্ব মনে করছে, ২০২১ সালের তুলনায় বিজেপি কিছু বিধানসভায় এগিয়ে থাকলেও ২০২৬ সালের ফল অন্য হবে। লোকসভা নির্বাচনে জাতীয় প্রেক্ষাপটের দিকে তাকিয়ে বহু মানুষ ভোট দেন। বিধানসভা নির্বাচনে রাজ্যের সমীকরণের ভিত্তিতে ভোট হয়, তাই যে বিধানসভাগুলিতে বিজেপি লিড পেয়েছে, সেখানে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল অবশ্যই জয়ী হবে।

কিছু দিন পরেই বেশ কিছু বিধানসভার উপনির্বাচন রয়েছে সে সময়েই ট্রেন্ড স্পষ্ট হয়ে যাবে বলে তৃণমূল নেতৃত্বের বক্তব্য। দলের মুখপাত্র শান্তনু সেনের যুক্তি, ‘২০১১ সালে তৃণমূল পেয়েছিল ১৮৪ টি আসন, ২০১৬ সালে ২১১ টি আসন। ২০২১ সালে তৃণমূল পায় ২১৩টি আসন। বাম-কংগ্রেস শূন্য হয়ে যায়। লোকসভা ভোটে বিপর্যয়ের পরে বিজেপিতে যে কোন্দল শুরু হয়েছে এই দল ভোটে লড়াই করার জায়গায় থাকবে কি না সন্দেহ রয়েছে।’

West Bengal Political News : বহু বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ পাল্টে গেল লোকসভার রেজাল্টে

তৃণমূল বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলার সমস্ত বিধানসভায় এগিয়ে রয়েছে। কলকাতায় তৃণমূল ৯ টি বিধানসভায় এগিয়ে, বিজেপি এগিয়ে ২টি বিধানসভায়। উত্তর ২৪ পরগনায় তৃণমূল ২৫ বিধানসভায় লিড নিয়েছে। বিজেপি এগিয়ে ৮ টি কেন্দ্রে। ২০২১ সালের নির্বাচনে বাম-কংগ্রেসের সমর্থনে আইএসএফের নওশাদ সিদ্দিকি ভাঙড়ে জয়ী হয়েছিলেন, লোকসভা নির্বাচনে বহু জায়গায় প্রার্থী দিলেও কোনও বিধানসভা লিড নিতে পারেনি আইএসএফ। এমনকী ভাঙড়েও নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *