মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়ে শুরু হয় কঠিন লড়াই। বাবার চায়ের দোকান চালিয়েই চলছিল সংসার। করোনা কালে উঠে যায় সেই ব্যবসা। তবে থেমে যাননি দেবাশিস বণিক। প্রথমে মুরগির ব্যবসা করেন আর তারপরে মায়ের রান্না করা বিরিয়ানি নিয়ে হাবরা স্টেশনের ছোট্ট এক ফালি দোকানে তা বিক্রি করা শুরু করে দেবাশিস বণিক। আর তখন থেকেই দোকানের নাম দেন বাচ্চার বিরিয়ানি (Habra Viral Biryani) সোশ্যাল মিডিয়ার জমানায় রাতারাতি ভাইরাল হয়ে যায় এই বাচ্চার বিরিয়ানি। সবার মুখে ছড়িয়ে পড়ে নাম। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাচ্চার বিরিয়ানি খ্যাত দেবাশিস বণিককে। সম্প্রতি হাবড়াতে আরও একটি আউটলেট খুলেছেন দেবাশিস। গর্বিত দেবাশিস বণিকের মা ঝর্ণা বণিক কী প্রতিক্রিয়া দিলেন? আসুন দেখে নিন এই ভিডিয়োতে।