ফের একবার ধামাকাদার স্ক্রিপ্ট এবং পরিচালনার মুন্সিয়ানা নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক নীরজ পান্ডে। আর তাঁর দেখা স্বপ্নকে সেলুলয়েডে সফল করে তুলতে নিজেদের সেরা অভিনয়ের ডালি নিয়ে হাজির তাবু ও অজয়। তাঁদের অফস্ক্রিন বন্ধুত্বের প্রভাব বার বার দর্শক প্রত্যক্ষ করেছেন স্ক্রিনে। তাঁদের কেমিস্ট্রি প্রতিবারই এক নতুন ম্যাজিক দেখায়। আর এবার তো তাঁদের কেমিস্ট্রিতে রয়েছে ম্যাজিক ম্য়ান নীরজ পান্ডের সিগনেচার টাচ। এই ছবি তাঁর কাছেও বড্ড স্পেশাল। Auron Mein Kahan Dum Tha ছবি দিয়ে রোম্যান্টিক মহল্লায় পা রাখবেন নীরজ। তারই ট্রেলার লঞ্চের কিছু মুহূর্ত ধরা থাকল ক্যামেরায়। এই ছবিতে অজয়-তাবুর ম্যাজিকের পাশাপাশি দেখা যাবে জিমি শেরগিল, সাইয়ি মঞ্জরেকর, শান্তনু মাহেশ্বরী এবং সায়াজি শিন্ডেকে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী এম এম ক্রিম।