Acropolis Mall News,ভাঙতে হচ্ছে অ্যাক্রোপলিস মলের একাধিক কাচ! পুলিশের দাবি, ভেতরে কেউ আটকে নেই – acropolis mall incident fire department is facing trouble because of ventilation system


শুক্রবার, ঘড়ির কাঁটায় তখন ১২টা ৫৫ মিনিট। হঠাৎই কালো ধোঁয়ায় ঢাকে কসবার অ্যাক্রোপলিস মলের চারিপাশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু, বেগ পেতে হয় ‘ভেন্টিলেশন সিস্টেম’ নিয়ে। এরপরেই শপিং মলের বেশ কিছু কাচ ভেঙে ফেলেন দমকল কর্মীরা। শপিং মলে কেউ আটকে নেই, পুলিশ সূত্রে খবর এমনটাই।প্রাথমিকভাবে পাওয়া তথ্য মোতাবেক, এদিন শপিং মলের চারতলায় ফুড কোর্টে আগুন লাগে। মুহূর্তে মল ভরে যায় কালো ধোঁয়ায়। সকলকে বার করে দেওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে। এদিকে কোনওভাবেই যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই কারণে আপাতত সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে বন্ধ হয়ে যায় ভেন্টিলেশন। এসি ডাক্টের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া।

মলের বিভিন্ন তলা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে কোনওভাবেই যাতে দমকল কর্মীরা কেউ অসুস্থ হয়ে না পড়েন, সেই কারণে ভাঙা হয় মলের কাচ। আরও বেশ কিছু কাচ ভাঙা হতে পারে ধোঁয়া বার করার জন্য, দমকল সূত্রে খবর এমনটাই। অক্সিজেন মাস্ক পরে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা।

শুক্রবার অনেকেই শহরের জনপ্রিয় এই শপিং মলে ভিড় জমিয়েছিলেন। কিন্তু, মলের মধ্যে কোনও সাধারণ মানুষ আটকে থাকার সম্ভাবনা কম বলেই জানাচ্ছে দমকল। যাঁরা মলের মধ্যে ছিলেন তাঁদের দাবি, গোটা মল কার্যত ধোঁয়ায় ঢেকে যায়। সিঁড়ি ব্যবহার করে নীচে নামতে তাঁদের বিস্তর বেগ পোহাতে হয়।

দমকল ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ইতিমধ্য়েই ২টি হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে আগুন নেভানোর জন্য। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হচ্ছে। চার তলা পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছতে পেরেছেন এখনও পর্যন্ত, সংবাদ মাধ্যমে জানান এক দমকল কর্মী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Acropolis Mall Fire in Kolkata: অ্যাক্রোপলিস মলে আগুন, অক্সিজেন মাস্ক পরে ঢুকলেন দমকল কর্মীরা, আতঙ্ক

শপিংমলের সামনের চত্বর গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকলকে মল থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে।

ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড? তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান ফুড কোর্টে আগুন লাগে। যদিও বিস্তারিত তদন্তের পরই আগুন কোথায় এবং কী ভাবে লেগেছে তা বলা সম্ভব বলে জানাচ্ছে দমকল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *