মেট্রোর দাবি, ওই অনুসন্ধানে দেখা গিয়েছে, পুরসভার একশো বছরের বেশি পুরোনো যে নিকাশি নালা পার্ক স্ট্রিট স্টেশনের পাশ দিয়ে গিয়েছে, সেই নালায় পলি পড়ে অনেকটাই বুজে গিয়েছে। ইটের ওই নালার বিভিন্ন জায়গায় ফুটোও হয়েছে। সেই জায়গা দিয়েই জল আসছে ডায়াফ্রাম ওয়ালে। একই সঙ্গে ডায়াফ্রাম ওয়ালেও বিভিন্ন জায়গায় ফুটো ধরা পড়ে। সেখান দিয়ে জল চুঁইয়েই ঢুকছিল মেট্রো স্টেশনে।
১১১ বস্তা সিমেন্ট দিয়ে ডায়াফ্রাম ওয়ালে প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ হয়েছে এবং আগামী দিনে ওই জায়গায় বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে মেট্রো। তবে পুরসভার বক্তব্য, পার্ক স্ট্রিট স্টেশনে বৃষ্টির জল ঢুকেছিল স্টেশনের সিঁড়ির গার্ডওয়ালের ফাটল দিয়ে। বৃহস্পতিবার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং বলেন, মেট্রোর দেওয়ালে ফাটল আছে। সেই ফাটল দিয়েই বৃষ্টির জল ঢুকেছে পার্ক স্ট্রিট স্টেশনে। পুরসভার ইঞ্জিনিয়াররা তদন্ত করে এই রিপোর্ট দিয়েছেন। আমরা সেই ফাটলের ছবিও তুলেছি।’
পুর-ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে সিঁড়ির পাশে গার্ডওয়াল আছে। মাটির নীচে স্টেশন থাকায় সিঁড়ির পাশে ওই দেওয়াল দেওয়া হয়েছে। আর সেই দেওয়ালেই ধরা পড়েছে বড়সড় ফাটল। যে ফাটল দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে ঢোকে স্টেশনে। এর জন্যে পুরসভার কোনও দায় নেই। পার্ক স্ট্রিট স্টেশনের আশপাশে থাকা নিকাশি পথের পাইপও পরীক্ষা করেন পুরসভার ইঞ্জিনিয়াররা।
তাঁরা জানিয়েছেন, নিকাশি পাইপে কোনও ফুটো ছিল না। কোনও ফাটলও ধরা পড়েনি। তাঁদের মতে, মেট্রো কর্তৃপক্ষ ওই গার্ডওয়ালের ফাটল সারাইয়ে ব্যবস্থা নিলেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বৃষ্টির জল জমার মতো ঘটনা আর ঘটবে না।