Kolkata Metro : পার্ক স্ট্রিট মেট্রোয় জল ঢোকা বন্ধে গ্রাউটিং – kolkata park street metro tunnel grouting service is done to stop water ingress


এই সময়: প্রবল বৃষ্টিতেও পার্ক স্ট্রিট মেট্রোয় যাতে নতুন করে জল ঢুকে পড়ার মতো বিপত্তি না ঘটে, সে জন্যে মাটির নীচে ১১১ বস্তা সিমেন্ট দিয়ে গ্রাউটিংয়ের কাজ শেষ করল কলকাতা মেট্রো। ২২ এবং ২৭ মে—এক সপ্তাহের মধ্যে দু’বার প্রবল বর্ষণে জল ঢুকে গিয়েছিল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। ২৭ মে এমনকী লাইন পর্যন্ত ডুবে গিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই গ্রাউটিংয়ের উদ্যোগ।স্টেশনে জল ঢুকে পড়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন মেট্রোর কর্তারা। কোনও ভাবেই যেখানে জল ঢোকার কথা নয়, ভূগর্ভস্থ সেই মেট্রো স্টেশনে কেন জল ঢুকল, কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি, ফের একই বিপত্তি ঘটবে না তো–এমন নানা প্রশ্ন উঠতে শুরু করে। তার পরেই প্রতিরোধমূলক পদক্ষেপ শুরু করে মেট্রো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ডায়াফ্রাম ওয়ালের কাছাকাছি অঞ্চলে কলকাতা মেট্রো এবং কলকাতা পুরসভার এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদমর্যাদার আধিকারিকদের মিলিত অনুসন্ধান চলে।

মেট্রোর দাবি, ওই অনুসন্ধানে দেখা গিয়েছে, পুরসভার একশো বছরের বেশি পুরোনো যে নিকাশি নালা পার্ক স্ট্রিট স্টেশনের পাশ দিয়ে গিয়েছে, সেই নালায় পলি পড়ে অনেকটাই বুজে গিয়েছে। ইটের ওই নালার বিভিন্ন জায়গায় ফুটোও হয়েছে। সেই জায়গা দিয়েই জল আসছে ডায়াফ্রাম ওয়ালে। একই সঙ্গে ডায়াফ্রাম ওয়ালেও বিভিন্ন জায়গায় ফুটো ধরা পড়ে। সেখান দিয়ে জল চুঁইয়েই ঢুকছিল মেট্রো স্টেশনে।

১১১ বস্তা সিমেন্ট দিয়ে ডায়াফ্রাম ওয়ালে প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ হয়েছে এবং আগামী দিনে ওই জায়গায় বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে মেট্রো। তবে পুরসভার বক্তব্য, পার্ক স্ট্রিট স্টেশনে বৃষ্টির জল ঢুকেছিল স্টেশনের সিঁড়ির গার্ডওয়ালের ফাটল দিয়ে। বৃহস্পতিবার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং বলেন, মেট্রোর দেওয়ালে ফাটল আছে। সেই ফাটল দিয়েই বৃষ্টির জল ঢুকেছে পার্ক স্ট্রিট স্টেশনে। পুরসভার ইঞ্জিনিয়াররা তদন্ত করে এই রিপোর্ট দিয়েছেন। আমরা সেই ফাটলের ছবিও তুলেছি।’

বিদ্যুৎ বিভ্রাটে আর মাঝপথে আটকাবে না মেট্রো, কবে চালু নয়া সিস্টেম?

পুর-ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে সিঁড়ির পাশে গার্ডওয়াল আছে। মাটির নীচে স্টেশন থাকায় সিঁড়ির পাশে ওই দেওয়াল দেওয়া হয়েছে। আর সেই দেওয়ালেই ধরা পড়েছে বড়সড় ফাটল। যে ফাটল দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে ঢোকে স্টেশনে। এর জন্যে পুরসভার কোনও দায় নেই। পার্ক স্ট্রিট স্টেশনের আশপাশে থাকা নিকাশি পথের পাইপও পরীক্ষা করেন পুরসভার ইঞ্জিনিয়াররা।

তাঁরা জানিয়েছেন, নিকাশি পাইপে কোনও ফুটো ছিল না। কোনও ফাটলও ধরা পড়েনি। তাঁদের মতে, মেট্রো কর্তৃপক্ষ ওই গার্ডওয়ালের ফাটল সারাইয়ে ব্যবস্থা নিলেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বৃষ্টির জল জমার মতো ঘটনা আর ঘটবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *