কথাতেই আছে রক্তদান মহৎ দান। আর সেই রক্তদানেই এবারে সেঞ্চুরি করলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের দুই ভাই সন্দীপ এবং জয়দীপ। স্কুল জীবন থেকে রক্তদানের সঙ্গে যুক্ত তাঁরা। নিজেরা যেমন রক্তদান করেন তেমনি জেলার বিভিন্ন প্রান্তে রক্তদানের ব্যবস্থাও করেন তাঁরা (Nandakumar News)। দাদা সন্দীপ চক্রবর্তী ৬৮ বার এবং ভাই জয়দীপ ৩৮বার রক্তদান অর্থাৎ দুই ভাই মোট ১০৬ বার রক্তদান করেছেন বলে খবর (Purba Medinipur News)। ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিয়ে এসেছেন তাঁরা। দুজনে মিলে শতাধিকবার রক্ত দিয়েছেন তাঁরা যা এক কথায় প্রশংসনীয়। সন্দীপ চক্রবর্তী ও জয়দীপ চক্রবর্তী কী প্রতিক্রিয়া দিলেন এই নিয়ে? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।