Kunal Ghosh : ‘বিজেপির তো ঘর জ্বলছে, আগে সেটা সামলাক’ কটাক্ষ কুণালের – kunal ghosh criticised biplab kumar deb and bjp over sending central delegation team after post poll activities watch video


লোকসভা ভোটের পর রাজ্যে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ উঠেছে বারংবার। সেই সন্ত্রাস কবলিত এলাকা পর্যবেক্ষণে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে বাংলায়। ওই টিমের নেতৃত্ব থাকছেন ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব বলে খবর। বিপ্লব দেবের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেথাকছেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও সাংসদ কবিতা পাতিদার। এই কেন্দ্রীয় টিম আক্রান্তদের সঙ্গে কথা বলবেন, ও এলাকা পরিদর্শন করবেন। তারপর বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন বিপ্লব দেব। ফিরে গিয়ে ওই কমিটি দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেবে বলে খবর মিলেছে। এই নিয়ে এবারে সোচ্চার হলেন কুণাল ঘোষ। কটাক্ষ করে বললেন কুণাল ঘোষ বললেন যে, ‘বিজেপির তো ঘর জ্বলছে, আগে সেটা সামলাক’। আর কী কী বললেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *