কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ফের জাগিয়ে তুলল এক বছর আগের ভয়ঙ্কর করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি। বছর পেরিয়ে গেলেও এখনও খোঁজ নেই সোনারপুরের দুই যুবকের। দীপঙ্কর মন্ডল ও অক্ষয় মিস্ত্রি। দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিলেন অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস চেপে, তারপর আর তাঁদের কোনও খোঁজ নেই। ২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় মালগাড়ির। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষের অভিঘাতে করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপর। দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায়। কিছু বগি গিয়ে পড়ে পাশের লাইনে। সেই লাইন দিয়ে সেসময় ছুটে আসছিল বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস। সেটিও লাইনচ্যুত হয়ে যায়। মৃত্যু হয় ২৯৫ জনের। আহত হন ১২০০-র বেশি যাত্রী। বছর ঘুরলেও এখনও নিখোঁজের খাতায় নাম করমণ্ডলের প্রচুর যাত্রীর। তাদের মধ্যেই রয়েছেন সোনারপুরের দুই যুবক দীপঙ্কর ও অক্ষয়। বিস্তারিত জেনে নিন ভিডিয়োতে।