Sailen Roy Behala News : কলকাতার পদাতিক শৈলেন, ৪০ বছর ধরে খালি পায়ে সংগ্রাম – sailen roy of behala is not wearing shoes for the past 40 years know why


সালটা ১৯৮৪। জুতো পরার অভ্যেসকে বিদায় জানিয়ে খালি পায়ে পথে নেমেছেন শহরের এই পদাতিক শৈলেন রায়। গত ৩-৪ বছর ধরে রোজই বেহালার সখেরবাজার থেকে পার্কস্ট্রিটে পায়ে হেঁটে আসেন একটু রোজগারের আশায় (Kolkata News)। ধূপকাঠি বিক্রি করে চালান একার সংসার। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে, তিনি পায়ে হেঁটে শুধু কলকাতা শহর নয়, দার্জিলিং থেকে কাশ্মীর, চেন্নাই, পাঞ্জাব সহ আর একাধিক জায়গায় নানান কারণে ঘুরে এসেছেন। পায়ে হেঁটে ঘুরতেই তিনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন, আর তাই গত 40 বছর ধরে তিনি সর্বত্র পায়ে হেঁটেই বাইরে বেরোচ্ছেন (Agarbatti Seller)। কী কী রকমের ধূপকাঠি বিক্রি করেন তাও সবিস্তর জানালেন তিনি। আর কী কী বললেন তিনি? আসুন বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *