Howrah Station,হাওড়া স্টেশনে রেলের ক্যাম্প কোর্ট, বিনা টিকিটের যাত্রীদের থেকে ২ লাখ টাকারও বেশি সংগ্রহ – eastern railway conducts special court camp in howrah station


প্রত্যেক ট্রেন যাত্রী যাতে টিকিট কাটেন তা নিশ্চিত করতে কিছুদিন আগেই কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে পূর্ব রেল। সেক্ষেত্রে ছোট ছোট স্টেশনে যে কোনও সময় টিকিট চেকিং অভিযান চলতে পারে বলেও জানান হয় পূর্ব রেলের পক্ষ থেকে। এবার বিনা টিকিটের যাত্রা আটকাতে ও বৈধ টিকিট নিয়ে যাত্রা করা নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের।

হাওড়া স্টেশনে ক্যাম্প কোর্ট

এই বিষয়ে বারেবারেই জনসচেতনতামূলক প্রচার চালান হচ্ছে পূর্ব রেলের পক্ষ থেকে। মাত্র ৫ টাকা বা ১০ টাকা খরচ করেই শহরতলীর ট্রেনগুলিতে অনেকটা দূরত্ব যাত্রা করতে পারেন যাত্রীরা। যেখানে সড়ক পরিবহণের মাধ্যমে সমদূরত্ব যেতে ৫০ থেকে ১০০ টাকা খরচ হয়ে যায়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যাত্রীদের একটা অংশ ওই ৫ টাকা বা ১০ টাকা দিয়েও টিকিট কাটতে চাইছে না। তাই বিনা টিকিটে যাত্রা আটকাতে বৃহস্পতিবার হাওড়া স্টেশনে এক বিশেষ রেলওয়ে ক্যাম্প কোর্টের ব্যবস্থা করা হয়। হাওড়া স্টেশনের সমস্ত গেটেই চিরুনি তল্লাশির মধ্যে দিয়ে বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে এই ক্যাম্প কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। এদিন হাওড়া স্টেশনের ক্যাম্প কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে ৬১৬ জন বিনা টিকিটের যাত্রীকে পেশ করা হয় এবং জরিমানা ও ভাড়াবাবদ ২,০৯,১০০ টাকা সংগ্রহ করা হয়।

রেলের উদ্দেশ্য কী?

পূর্ব রেল মনে করছে, এই ধরনের ক্যাম্প কোর্টের মাধ্যমে আগামীদিনে যাত্রীরা সচেতন হবেন এবং যথাযথ টিকিট কেটে ও লাগেজ বুক করেই যাত্রা করবেন। এই ক্যাম্প কোর্টের লক্ষ্য হল, ট্রেনে যাত্রার জন্য যাত্রীদের টিকিট কাটা ও লাগেজ বুকিংয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করা। প্রত্যেক যাত্রী যাতে তাঁর যাত্রার জন্য সঠিক টিকিট কাটেন, এই ধরনের ক্যাম্প কোর্টের মাধ্যমে সেটাই নিশ্চিত করতে চাইছে পূর্ব রেল।

উল্লেখ্য কিছুদিন আগেই এক ভিডিয়ো বার্তায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছিলেন, যে কোনও দিন যে কোনও স্টেশনে টিকিট চেকিংয়ের স্পেশ্যাল ড্রাইভ হতে পারে। আর বিনা টিকিটে ধরা পড়লে তা যে যাত্রীদের পক্ষে সম্মানজনক হবে না, সেই কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। এক্ষেত্রে শুধু বড় স্টেশনই নয়, ছোটখাটো স্টেশনেও যে কোনও সময় টিকিট চেকিংয়ের স্পেশ্যাল ড্রাইভ চালাতে পারে পূর্ব রেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *