হইচই-এর পর্দায় ফের একবার ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন সিরিজ বিজয়া। আর সেখানেই নাম ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। ৫ জুলাই OTT-র পর্দায় আসতে চলেছে মায়ের এই লড়াই। এই সিরিজের টিজার মুক্তি পেয়েছে যা প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহল থেকে। এই টিজারের মাধ্যমে বোঝানো হয়েছে যে গল্পে স্বস্তিকা একজন মা তাই তিনি নিজের সন্তানের হোক বা শুটিং ফ্লোরের ছোট ছোট ছেলে মেয়েদের, সবারই একজন অভিভাবকদের মতো খেয়াল রাখেন (Swastika Mukherjee Interview)। বিজয়ার ভূমিকায় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর গল্প ও নিজের চরিত্র নিয়ে অকপট অভিনেত্রী। তাঁর সাথে এই নিয়ে আড্ডা জমাতে আমরা এই সময় ডিজিটাল হাজির হয়েছিলাম। আসুন দেখে নিন এই এসকলুসিভ ভিডিয়ো।