Doon Express,দুন এক্সপ্রেসের সংরক্ষতি কামরায় যাত্রীদের উপরে হামলার অভিযোগ, আহত একাধিক – some miscreants allegedly attack on passengers in down doon express


চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের তাণ্ডব। আহত একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে দুন ডাউন দুন এক্সপ্রেসে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় অন্যান্য যাত্রীদের মধ্যেও। একই সঙ্গে এই ঘটনায় ফের একবার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়েও তৈরি হল বড়সড় প্রশ্নচিহ্ন।জানা গিয়েছে সোমবার রাতে দুন এক্সপ্রেসে হাওড়ায় আসছিলেন কয়েকজন যাত্রী। সংরক্ষিত এস ৯ কামরায় টিকিট ছিল তাঁদের। অভিযোগ ট্রেনটি বিহার রাজ্যের উপর দিয়ে আসার সময় ওই কামরায় ২ ব্যক্তি উঠে পড়ে। তারা জোর করে অন্য যাত্রীদের রিজার্ভ করা সিটে বসার চেষ্টা করে। তাতে আপত্তি জানান অন্যান্য যাত্রীরা। যার জেরে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ এরপর পরবর্তী স্টেশন আসতেই সেখানে উঠে পড়ে একদল বহিরাগত। এরপর এস ৯ কামরার যাত্রীদের উপরে হামলা চালান হয় বলে অভিযোগ। মারধর করা হয় একাধিক যাত্রীকে। সেই হামলার ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হাওড়ায় পৌঁছে এই বিষয়ে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই বহিরাগত দুষ্কৃতীরা যাত্রীদের উপরে হামলা চালায়। বিনা টিকিটে ট্রেনে উঠে জোর করে জায়গা দখল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পর্যটকদের একটি দল বাধা দিলে প্রচুর দুষ্কৃতী ট্রেনে উঠে যাত্রীদের উপরে হামলা চালায়। দুষ্কৃতীরা মধ্যে কেউ হকিস্টিক, তো কেউ আবার বেল্ট দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলার পরেই আক্রান্ত যাত্রীরা হাওড়ায় পৌঁছে জিআরপি-তে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। বাকি যাত্রা আতঙ্ক নিয়েই কাটে যাত্রীদের। এরপর হাওড়ায় নামার পর জিআরপি-র দ্বারস্থ হন আক্রান্ত যাত্রীরা।

এদিকে এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘যদিও এই ঘটনা অন্য জোনে ঘটেছে। তবে যাত্রীরা অভিযোগ করলে, বিষয়টি খতিয়ে দেখা হবে।’

প্রসঙ্গত, বিভিন্ন কারণে ট্রেন যাত্রা নিয়ে বিবিধ অভিযোগ রয়েছে যাত্রীদের। কখনও রেলের খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে তো কখনও আবার রেলকর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠে অসহযোগিতার অভিযোর। এছাড়া বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনাকে ঘিরেও যাত্রীদের মনে রীতিমতো আতঙ্ক রয়েছে। সেক্ষেত্রেও রেল যাত্রার সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্নমহল থেকে। আর এবার ট্রেনের সংরক্ষিত কামরায় যাত্রীদের উপরে হামলার অভিযোগ। এর ফলে ফের একবার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে তৈরি হল প্রশ্নচিহ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *