Mayapur Primary School Breakfast : শুধু মিড ডে মিল নয়, এবার এই স্কুলে ব্রেকফাস্টও! – mayapur purba mollapara primary school teachers arranged breakfasts for students besides mid day meal for details watch video


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেলে মিড ডে মিল। কিন্তু, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও পুষ্টির দিকে নজর রেখে অভিনব উদ্যোগ নিল নদিয়া জেলার এক প্রাথমিক বিদ্যালয়। এবার সরকারি মিড ডে মিলের সঙ্গে সঙ্গে মিলবে প্রাতরাশ অর্থাৎ ব্রেকফাস্টও। সকাল সকাল স্কুল। ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে দাঁত মেজে তৈরি হয়ে স্কুলে আসা। ছোট ছোট খুদেদের সকালে চোখ যেন ঘুম থেকে খুলতে চায় না। ফলে হয়ে যায় লেট। আর দেরি থেকে বাঁচতে না খেয়েই স্কুলে দৌড়। কারও আবার আলাদা করে ব্রেকফাস্ট করার সংস্থান নেই। স্কুল মিড ডে মিল খেয়েই পেট ভরাবে এই ভেবে খালি পেটেই চলে আসে স্কুলে। বর্তমানে মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণীতে খোঁজখবর নিয়ে জানা গেল সিংহভাগ ছেলেমেয়ে খালি পেটে খিদে নিয়েই সকাল সাতটার মধ্যে বিদ্যালয়ে আসছে। যদিও বিদ্যালয়ে মিড ডে মিল রান্না হয় প্রতিদিনই কিন্তু খেতে খেতে প্রায় দশটা বেজে যায় এই তিন ঘণ্টা খালি পেটে খিদে নিয়েই তাদের থাকতে হয়। এই পরিস্থিতিতে প্রাথমিকের এই বাচ্চাদের কথা ভেবে শিক্ষক শিক্ষিকারা নিজেরাই বন্দোবস্ত করলেন ব্রেকফাস্ট খাবারের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *