West Bengal Government Job : নির্বাচন মিটতেই কর্মসংস্থানে জোর, একাধিক শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের – west bengal government job new recruitment decided by nabanna


লোকসভা নির্বাচনেই পরেই রাজ্যে কর্মসংস্থানের বিষয়ে নজর দিতে চাইছে রাজ্য সরকার। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে একাধিক শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হল। রাজ্যের একাধিক দফতরে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।বুধবার লোকসভা নির্বাচনের পর নবান্নে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন করে সরকারি চাকরি হবে ৫১৭টি শূন্যপদে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরে নিয়োগের সিদ্ধান্ত হওয়ার পরই আশাবাদী চাকরিপ্রার্থীরা। স্বরাষ্ট্র দফতরে এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরে নতুন চাকরি দেওয়া হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৫১৭টি শূন্যপদের মধ্যে স্বরাষ্ট্র দফতরে ১০৫টি শূন্যপদ এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরে ২৭০টি, শিক্ষা দফতরে ৩৫ টি শূন্যপদে নিয়োগ করা হতে পারে। এছাড়াও রাজ্য সরকারে আরও বেশ কিছু শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ওই সব পদে নিয়োগ শুরু হবে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। যদিও, মন্ত্রিসভার এই বৈঠকের এই সিদ্ধান্ত খুব শীঘ্রই কার্যকরী করা হবে বলে জানানো হয়েছে।

লোকসভা নির্বাচনের প্রচারের সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যে একাধিক শূন্যপদ থাকলেও বিশেষত শিক্ষক পদে শূন্যপদ থাকলেও মামলাজনিত কারণে সেগুলিতে নিয়োগ করা যাচ্ছে না বলে জানান তিনি। দেউচা পাঁচামি কয়লা প্রকল্পের জন্য রাজ্যে ১ লাখ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে বলেই জানান তিনি।

West Bengal Government News: জলবণ্টন নিয়ে দিল্লির বয়ান অসত্য, দাবি রাজ্য সরকারের
প্রসঙ্গত, গত মার্চ মাসেও মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। সেখানে রাজ্যের দমকল বিভাগ ও রাজ্য পুলিশ, কলকাতা পুলিশে প্রায় দু হাজারটি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দমকলে প্রায় ৬০০টি পদ ও রাজ্য পুলিশের ১৩০০ বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। এর মধ্যে কলকাতা পুলিশেও নতুন করে ৩৫০টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার নির্বাচন মিটতেই নতুন করে নিয়োগের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। লোকসভা নির্বাচন চলাকালীন আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন নতুন নিয়োগের ব্যাপারে ঘোষণা করা যায়নি। নির্বাচন মিটতেই নিয়োগের ব্যাপারে উদগ্রীব সরকার বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *