Sheoraphuli Station,ভিড় ট্রেনে ছুটে উঠতে গিয়ে বিপত্তি, শেওড়াফুলিতে লাইনে পড়ে গেলেন যুবক, তারপর… – an accident happened in sheoraphuli station where a youth lost control while getting in a running train


ভিড় ট্রেনে হুড়মুড়িয়ে ওঠার চেষ্টা করেন অনেকেই। অফিস টাইমে এই দৃশ্য অনেকটাই বেশি দেখা যায়। কিন্তু, এবার ভিড় ট্রেনে উঠতে গিয়ে বিপাকে পড়লেন এক যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুরের স্থানীয় হাসপাতালে।শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে হুগলির শেওড়াফুলি স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে। এদিন নির্দিষ্ট সময়ে ডাউন ব্যান্ডেল লোকাল শেওড়াফুলির পাঁচ নম্বর প্লাটফর্মে ঢোকে। ট্রেনে প্রচন্ড ভিড় ছিল। ট্রেনটি ধীর গতিতে প্ল্যাটফর্ম ছাড়া শুরু করেছিল।

সেই সময় ট্রেনে চড়তে গিয়ে লাইনে পড়ে যান এক যাত্রী। তাঁর আনুমানিক বয়স ৩৮। গুরুতর আহত অবস্থায় তাঁকে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ কর্মীরা উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাঁর একটি পা কাটা পড়েছে। তাঁর থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আর এই মোবাইলের সূত্র ধরে তাঁর নাম, পরিচয় এবং ঠিকানা জানার চেষ্টা করছে জিআরপি।

ভিড় ট্রেনে যাতে হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা না করা হয় বা ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেওয়ার পর যাতে কেউ ওঠার চেষ্টা না করেন, সেই জন্য বারংবার সাবধান করা হয় রেলের পক্ষ থেকে। কিন্তু, অনেক সময় তা কানে তোলেন না যাত্রীরা। যার খেসারত হিসেবে এই ধরনের দুর্ঘটনা ঘটে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুর লোকাল থেকে উলটো দিকে দাঁড়িয়ে থাকা মাতৃভূমি লোকালে উঠতে এই দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম বিশ্বদেব গিরি। তাঁর বাড়ি সিঙ্গুর থানার ছআনি এলাকায়। কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের একাংশের কথায়, ‘হয়তো ওই যাত্রীর একটি পা বাদ যেতে পারে, এই আশঙ্কা করা হচ্ছে। তবে চিকিৎসকদের মতামত ছাড়া এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’

উল্লেখ্য, ৭ জুন শিয়ালদা মেন লাইনে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল। সেখানে একটি ভিড় ট্রেনে চড়তে গিয়ে এক যুবক ছিটকে লাইনে পড়ে। ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল। সেই দিন শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম লাইন সম্প্রসারণের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল হয়ে গিয়েছিল। এর জন্য সেই ট্রেনে ভিড় ছিল বিস্তর। আর সেই ট্রেনে উঠতে গিয়েই এই দুর্ঘটনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *