Kunal Ghosh Election Campaign : ‘হই হই করে জিতছেন সুপ্তি পাণ্ডে’ মন্তব্য কুণাল ঘোষের – kunal ghosh manicktala assembly by election 2024 campaign for tmc candidate supti pande watch video


আগামী ১০ জুলাই মানিকতায় উপনির্বাচন রয়েছে। মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। বৃষ্টি মাথায় ২ জুলাই প্রচারে সুপ্তি পাণ্ডে। সুপ্তি পাণ্ডের সঙ্গে প্রচারে ছিলেন অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মাণিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন ২০২২ সালে ২০ ফেব্রুয়ারি। তারপর থেকেই ফাঁকা মাণিকতলা কেন্দ্রের বিধায়ক পদ। আগামী ১০ জুলাই ওই কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই ওই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। প্রথমে মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা হবে বলে মনে করা হলেও পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে প্রার্থী করা হয় সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। প্রচারের ফাঁকে কুণাল ঘোষ জানান যে, ‘হই হই করে জিতছেন সুপ্তি পাণ্ডে’। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *