সপ্তাহান্তে রথযাত্রা, হাতে আর মাত্র কয়েকটা দিন। নিভৃতবাস থেকে বেরিয়ে এবার জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার পালা। রথের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে পুরীর রথের ছবি। বহু মানুষেরই পরিকল্পনা থাকে একবার পুরীর রথ যাত্রা দেখার। পুরীর রথযাত্রা মানেই উপচে পড়া ভিড়। প্রতিবছরই এই রথযাত্রী উপলক্ষে সারা দেশ থেকে প্রচুর মানুষ ভিড় জমান পুরীতে। কিন্তু ইচ্ছে সত্ত্বেও এই রথ যাত্রায় সামিল হতে পারেন না অনেক মানুষই। তবে এবার অবিকল একই রথের রশিতে টান দিতে পারেন আপনিও। খাস কলকাতায় মিলছে পুরীর রথের মতনই অভিনব কিছু রথ। কী বিশেষত্ব এই রথের? কী ভাবে মাথায় এল এই ভাবনা? জানুন সবটা এই ভিডিয়োতে।