সক্রিয় মৌসুমী বায়ুর জেরে রাজ্যজুড়ে চলছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে বর্ষা সময়ের আগে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে অনেকটাই বিলম্বে ঢুকেছে মৌসুমী বায়ু। ঘূর্ণাবর্তের উপর ভর করে তা সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত চলেছে বুধবার সারাদিন। পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে ভারী বৃষ্টিপাত। ৮ ও ৯ জুলাইয়ের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। শনিবারের পর দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত। সোমবারের পর একেবারে বৃষ্টিপাত কমতে পারে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একধাক্কায় কমেছে। পাশাপাশি কমেছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এদিকে কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। গত দু’দিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। এদিনও তিলোত্তমায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হবে না, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে।