Toofan Press Conference : শাকিব খানের চোখে মিমি ‘খুব সুইট’! দেখুন জমজমাট প্রেস কনফারেন্স – toofan actors shakib khan and mimi chakraborty funny moments captured during press conference watch video


বাংলাদেশে ঝড় তুলে এবার এপার বাংলায় মুক্তি পেয়েছে তুফান সিনেমা। লাগে উরা ধুরা হোক বা দুষ্টু কোকিল। শাকিব আর মিমির কেমিস্ট্রিতে মজেছে বাঙালি। ওপার বাংলা কাঁপিয়ে এবার এপারে হাজির তুফান। বাঁচার আর কোনও আশা নেই। বাংলাদেশে বাম্পার রেসপন্স পেয়ে পশ্চিমবঙ্গে এসভিএফ-এর হাত ধরে রিলিজ করল আজ ৫ জুলাই (Shakib Khan Mimi Chakraborty Film)। তার আগে বৃহস্পতিবার তুফানের প্রিমিয়ার হয়ে গেল কলকাতার একটি জনপ্রিয় মাল্টিপ্লেক্সে (Toofan Film Press Conference)। সেখানে টলিপাড়ার অনেকেই হাজির ছিলেন। কার্যত চাঁদের হাট বসেছিল বলা যায়। পাশাপাশি বৃহস্পতিবার প্রেস কনফারেন্স মাতিয়ে রাখলেন দুই তারকা। এমনই নানা মুহূর্তের টুকরো ছবি রইল জাস্ট আপনাদের জন্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *