এই মুহূর্তে গীতা এলএলবি সিরিয়াল বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম একটি। খুব অল্প সময়ের ভিতরে এই সিরিয়ালের গল্প, চরিত্রদের আপন করে নিয়েছেন দর্শক মহল। অনস্ক্রিন যেমন মারকাটারি ডায়লগ বলে অফ স্ক্রিনে কিন্তু একদম অন্য সিন চলে এই সিরিয়ালে। হাসি, ঠাট্টা, মজায় দুরন্ত সময় কাটে তারকাদের। এই সময় ডিজিটালের ক্যামেরায় ধরা পড়ল সেই ফুরফুরে মুড। সিরিয়ালে এই মুহূর্তে গীতার বাড়িতে রথের আয়োজন করা হয়েছে। এবার সামনে কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে গীতার? সেইদিকেই তাকিয়ে রয়েছে বাংলার সিরিয়ালপ্রেমীরা। কোন দিকে গড়াবে জল? গল্পে কোন নতুন ট্যুইস্ট আসতে চলেছে? আসুন দেখে নিন এই ভিডিয়ো।