Ration Card Form Fill Up,বাড়িতে বসে অনলাইনে রেশন কার্ডের যাবতীয় কাজ – ration card form fill up online at home


এই সময়, মধ্যমগ্রাম: এতদিন রেশন কার্ডের নাম থেকে ঠিকানা, বয়স, রেশন কার্ড সারেন্ডার করা, ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ করা-সহ যাবতীয় কাজের জন্য যেতে হতো জেলা এবং মহকুমা স্তরের খাদ্য দপ্তরে। এ বার উপভোক্তারা এই সমস্ত কাজ ঘরে বসে অনলাইনের মাধ্যমেই করতে পারবেন।রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভিন্ন ভিন্ন নম্বরে ফর্ম ফিলআপ করে নিজেরাই খাদ্য দপ্তরের পোর্টালে অনলাইনে আপলোড করতে পারবেন গ্রাহকরা। খাদ্য দপ্তরের এই উদ্যোগের প্রশংসা করেছেন উপভোক্তারা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেলফ সার্ভিস পরিষেবা চালু করেছে রাজ্যের খাদ্য দপ্তর।

দপ্তর সূত্রে জানা গিয়েছে, নাম-বয়স-ঠিকানা পরিবর্তন করতে চাইলে উপভোক্তারা ৫ নম্বর ফর্ম ফিলআপ করতে পারবেন। চার মাসের মধ্যে গোটা রাজ্যে ৭ লক্ষ ৪৩ হাজার ৮৬৭ জন উপভোক্তা এর সুবিধা নিয়েছেন। কোনও উপভোক্তা যদি তাঁর পরিবার নিয়ে রেশন দোকান পরিবর্তন করতে চান, তা হলে তাঁকে অনলাইনে ৬ নম্বর ফর্ম ফিলআপ করতে হবে।

জানা গিয়েছে, ইতিমধ্যে ৬৮ হাজার ১২৩ জন উপভোক্তা এর সুবিধা নিয়েছেন। কেউ রেশন কার্ড সারেন্ডার করে অন্যত্র যেতে চাইলে, তিনি ৭ নম্বর ফর্ম ফিলআপ করতে পারবেন। এখনও পর্যন্ত রেশন কার্ড সারেন্ডার করেছেন ৮ হাজার ১৮৮ জন। এ ছাড়া উপভোক্তা ভর্তুকি নিতে না চাইলে, কিংবা ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ, সব মিলিয়ে এখনও পর্যন্ত সেলফ সার্ভিস পরিষেবায় ১১ লক্ষ ৮৮ হাজার ৯৮০ জন উপভোক্তা সুবিধা নিয়েছেন।

আধার-রেশন কার্ড লিঙ্ক না থাকায় খাদ্য দফতরের মেসেজ পেয়েছেন? কী করবেন জানুন

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘আগে এই সব পরিষেবার জন্য খাদ্য দপ্তরে ছুটতে হতো। এর ফলে সময়ের পাশাপাশি অনেক ক্ষেত্রেই উপভোক্তারা হয়রানির মুখে পড়তেন। গ্রাহকদের সুবিধার কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পরিষেবা চালু করা হয়েছে। সেলফ সার্ভিস পরিষেবা চালু হওয়ায় এই পরিবর্তনগুলো উপভোক্তারা এ বার থেকে নিজেরাই করতে পারবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *