Vicky Katrina in Anant Radhika Wedding: বহুদিন পর যুগলে ক্যাটরিনা-ভিকি, হাজির সলমানও – vicky kaushal katrina kaif spotted together at anant radhika wedding ceremony salman khan attended the event watch video


চারদিকে নানা গুঞ্জন উঠছিল বার বার। মোটেই নাকি বনিবনা হচ্ছে না ভিকি-ক্যাটের। তাই মুম্বইয়ের বাইরেই সময় কাটাচ্ছেন নায়িকা। এটাও কানাঘুষো শোনা যাচ্ছিল, প্রেগনেন্ট ক্যাটরিনা। তাই লোকনজরের বাইরে থাকছেন। সব জল্পনায় জল ঢেলে রাধিকা-অনন্তের বিয়েতে হাজির হলেন যুগলে। চারদিকে যখন পোশাক আর গয়নার আতিশয্যে চোখে ঝিলমিল লাগার জোগাড়, তখনই ক্যাটরিনা এলেন সিঁদুর লাল সিম্পল শাড়িতে। পাড়ে গোটা এবং জরদৌসি কাজ করা। ফুল স্লিভ ব্লাউজ সঙ্গে মানানসই কুন্দনের গয়না। ভিকিও ড্যাশিং পাউডার পিংক বা আইভরি রঙের শেরওয়ানিতে। ক্যাটরিনারা রেড কার্পেট ছাড়তেই সেখানে সপরিবারে হাজির হলেন সলমান খান। কালো পাঠানি স্যুটে আজও সবাইকে দশ গোল দিতে পারেন ভাইজান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *