জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি ফিরছেন মহিষাদল রাজবাড়ির কুল দেবতা মদন গোপাল জিউ। প্রায় ২৫০ বছরের প্রাচীন রথের চাকা গড়াল মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচাবাটি থেকে। প্রায় ২ কিমি রাস্তা রথের দড়ি টানতে টানতে আসছেন অগুনতি ভক্ত। রাস্তায় অসংখ্য মানুষের ঢল। এমন একটি দিনে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্যে তত্পর পুলিশ প্রশাসন। বৃষ্টির উপেক্ষা করে, কাদা পায়ে জগন্নাথ দেবের রথের রশি টেনে নিয়ে চলছেন ভক্তের ঢল। এই ছবিই ধরা থাকল এই সময় ডিজিটালের পর্দায়। আসুন দেখে নিন এই ভিডিয়ো।